সঞ্চয়পত্রে মুনাফার হার বাড়ল
টুইট ডেস্ক: সব ধরনের সঞ্চয়পত্রের মুনাফার হার বাড়ানোর ঘোষণা দিয়েছে সরকার। অভ্যন্তরীণ সম্পদ বিভাগ (আইআরডি) বুধবার (১৫ জানুয়ারি) এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে।
নতুন নিয়ম অনুযায়ী, সঞ্চয়পত্রের ধরনভেদে মুনাফার হার সর্বোচ্চ ১২.৫৫% পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। ১ জানুয়ারি ২০২৫ থেকে এ হার কার্যকর হবে।
বিনিয়োগকারীদের জন্য সুদের হার বৃদ্ধি
পেনশনার সঞ্চয়পত্রে সর্বোচ্চ ১২.৫৫% মুনাফার হার নির্ধারণ করা হয়েছে, যা পূর্বে ছিল ১১.৭৬%। এছাড়া, পাঁচ বছর মেয়াদি বাংলাদেশ সঞ্চয়পত্রে মুনাফার হার বেড়ে হয়েছে ১২.৪০% (আগে ছিল ১১.২৮%)। তিন মাস অন্তর মুনাফাভিত্তিক সঞ্চয়পত্রে এই হার ১১.০৪% থেকে বেড়ে হয়েছে ১২.৩০%।
সবচেয়ে জনপ্রিয় পরিবার সঞ্চয়পত্রে মুনাফার হার ১২.৫০% নির্ধারণ করা হয়েছে, যা পূর্বে ছিল ১১.৫২%। ডাকঘর সঞ্চয় ব্যাংকের মেয়াদি হিসাবেও এখন থেকে ১২.৩০% মুনাফা পাওয়া যাবে, যা আগে ছিল ১১.২৮%।
মুনাফার হার পুনঃনির্ধারণের নিয়ম
১ জানুয়ারি থেকে জুন পর্যন্ত এ সুদহার কার্যকর থাকবে। এরপর প্রতি ছয় মাসে বাজার পরিস্থিতি বিবেচনায় মুনাফার হার পুনঃনির্ধারণ করা হবে। এছাড়া বিনিয়োগ সীমায়ও পরিবর্তন আনা হয়েছে। ৭.৫ লাখ টাকার কম বিনিয়োগে এক ধরনের মুনাফার হার এবং এর বেশি বিনিয়োগে অন্য ধরনের হার প্রযোজ্য হবে।
বিনিয়োগকারীদের জন্য নতুন সুযোগ
মেয়াদের আগে সঞ্চয়পত্র ভাঙালেও বাড়তি মুনাফা পাওয়া যাবে।
ইস্যুকালীন বিদ্যমান মুনাফার হার বিনিয়োগের মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত অপরিবর্তিত থাকবে।
পেনশনার, নারী, বয়োজ্যেষ্ঠ ও প্রতিবন্ধী নাগরিকদের জন্য বিশেষ সুযোগ সৃষ্টি হবে।
নতুন হার প্রবর্তনের ফলে প্রান্তিক বিনিয়োগকারীরা উপকৃত হবেন বলে আশা করা হচ্ছে। সরকারের এ উদ্যোগ বিনিয়োগকারীদের জাতীয় সঞ্চয় স্কিমে আকৃষ্ট করবে এবং আর্থিক নিরাপত্তা নিশ্চিত করবে।
উল্লেখ্য, এতদিন তিন ধাপে সঞ্চয়পত্রের সুদহার নির্ধারণ করা হতো। নতুন নিয়মে ধাপ ও বিনিয়োগ সীমায় পরিবর্তন আনা হয়েছে। অপেক্ষাকৃত সুবিধাবঞ্চিত শ্রেণির জন্য এ উদ্যোগ বিশেষ সহায়ক হবে।
সংশ্লিষ্টরা মনে করছেন, সঞ্চয়পত্রের মুনাফার হার বৃদ্ধির ফলে সরকারের ব্যয় বাড়লেও তা দেশের আর্থসামাজিক ভারসাম্য নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সূত্র: অভ্যন্তরীণ সম্পদ বিভাগ (আইআরডি)