পুলিশকে রাজনৈতিক প্রভাবমুক্ত করতে সংস্কার কাজ চলছে: আইজিপি
নিজস্ব প্রতিবেদক : পুলিশকে রাজনৈতিক প্রভাবমুক্ত করতে কাজ করছে পুলিশ সংস্কার কমিশন, জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম। তিনি বলেন, পুলিশের দলনিরপেক্ষ ভূমিকা নিশ্চিত করার লক্ষ্যে সরকারের এই উদ্যোগে পুরো বাহিনী সম্পৃক্ত।
বুধবার (১৫ জানুয়ারি) রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে ৪০তম ক্যাডেট এসআই ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আইজিপি কুচকাওয়াজ পরিদর্শন করেন, অভিবাদন গ্রহণ করেন এবং বিভিন্ন ক্ষেত্রে সাফল্য অর্জনকারীদের হাতে পদক তুলে দেন।
অন্যদিকে, বাংলাদেশ পুলিশ একাডেমি থেকে প্রশিক্ষণকালে অব্যাহতি পাওয়া ৩২১ জন ক্যাডেট সাব-ইন্সপেক্টর আমরণ অনশন করছেন বাংলাদেশ সচিবালয়ের সামনে। দীর্ঘ আলোচনার পর তিনবার তারিখ পরিবর্তন শেষে ১৫ জানুয়ারি বহুল প্রতীক্ষিত সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়।
মুক্তিযুদ্ধ ও জুলাই বিপ্লবের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আইজিপি বলেন, পুলিশের মনোবল পুনরুদ্ধার ও আইনশৃঙ্খলা উন্নয়নে আধুনিকায়নের গুরুত্ব দিচ্ছে সরকার। তিনি আশা প্রকাশ করেন, পুলিশের ভূমিকা একটি বৈষম্যহীন গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য অপরিহার্য।
নবীন ক্যাডেটদের উদ্দেশ্যে আইজিপি বলেন, ‘আপনারা দেশের অগ্রযাত্রায় জনসেবায় অবদান রাখবেন। পুলিশের উপপরিদর্শক হিসেবে আপনারা ৯০ শতাংশ অপরাধ তদন্তের দায়িত্ব পালন করবেন। ন্যায়বিচার নিশ্চিত করা অনেকটাই আপনারা পরিচালিত তদন্তের ওপর নির্ভরশীল। দায়িত্ব পালনে সততা ও নিষ্ঠা বজায় রাখতে হবে।’
প্রশিক্ষণে বেস্ট একাডেমিক ক্যাডেটের পদক অর্জন করেন বদিউজ্জামান, বেস্ট ইন ফিল্ড এক্টিভিস্ট হন নজরুল ইসলাম, বেস্ট শ্যুটার ও সুইমার হন নয়ন কুমার ঢালি, এবং সেরা ক্যাডেট হন আরিফুল ইসলাম।
২০২৩ সালের ৪ নভেম্বর ৪০তম ব্যাচের ৮২৩ জন প্রশিক্ষণার্থী বাংলাদেশ পুলিশ একাডেমিতে এক বছরের বুনিয়াদি প্রশিক্ষণ শুরু করেন। গত নভেম্বরের মাঝামাঝি তাদের প্রশিক্ষণ শেষ হয়। ২৬ নভেম্বর সমাপনী অনুষ্ঠানের নির্ধারিত তারিখে অনুষ্ঠান স্থগিত করা হয়, যা নিয়ে নানা বিতর্ক তৈরি হয়। একাডেমি কর্তৃপক্ষ পরে শৃঙ্খলাভঙ্গের অভিযোগে চার দফায় ৩২১ জনকে অব্যাহতি দেয়। অবশিষ্ট ৫০২ জনের সমাপনী কুচকাওয়াজে বিভিন্ন সামরিক-বেসামরিক ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।