৭৪ জন পুলিশ কর্মকর্তার পদোন্নতি ও বদলি
ঢাকা: স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের প্রজ্ঞাপনে পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার ৫৫ জন সুপার নিউমারারি কর্মকর্তা এবং অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার ১৯ জনসহ মোট ৭৪ জন কর্মকর্তাকে বিভিন্ন ইউনিটে পদায়ন ও বদলি করা হয়েছে।
সোমবার (১৩ জানুয়ারি) রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব মো. মাহবুবুর রহমান স্বাক্ষরিত পৃথক তিনটি প্রজ্ঞাপনে এ বদলির আদেশ জারি করা হয়।
পদোন্নতিপ্রাপ্ত ও বদলিকৃত কর্মকর্তাদের মধ্যে রয়েছেন ডিএমপি, পুলিশ হেডকোয়ার্টার, সিআইডি, এসবি, র্যাব, সিএমপি, পিবিআই, এপিবিএন, আরএমপি এবং বিএমপিসহ বিভিন্ন ইউনিটের কর্মকর্তারা। এ পদায়ন ও বদলির মাধ্যমে পুলিশের বিভিন্ন ইউনিটে নতুন নেতৃত্বের সূচনা হলো।
প্রজ্ঞাপনে জানানো হয়, বদলিকৃত কর্মকর্তাদের মধ্যে সুপার নিউমারারি পদে পদোন্নতিপ্রাপ্ত ৫৫ জন কর্মকর্তা রয়েছেন। এছাড়া স্বাভাবিক প্রক্রিয়ায় পদোন্নতিপ্রাপ্ত ১৯ জন কর্মকর্তাকে বিভিন্ন গুরুত্বপূর্ণ ইউনিটে পদায়ন করা হয়েছে।
সুপারনিউমারারি পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্তরা হলেন- মো. আমীর খসরু, মো. আনোয়ার সাঈদ, মো. মোস্তাক সরকার, মো. গোলাম রব্বানী শেখ, জি.এম মনজুর রহমান, মোহাম্মদ আবু বকর সিদ্দিক, মোহাম্মদ মোবারক হোসেন, মো. আজাদ রহমান, মাঈনুল ইসলাম, মো. সজীব খান, সুশান্ত সরকার, মো. আসলাম উদ্দিন, মোহাম্মদ ইমদাদ হুসাইন, মোহম্মদ আনোয়ার হোসেন, মো. শরফুদ্দীন, মো. রিয়াজুল ইসলাম, সাত্যকি কবিরাজ ঝুলন, আমিরুল ইসলাম, মো. মোনতাছির রহমান, সুদর্শন কুমার রায়, মো. আব্দুর রশিদ, সুদীপ্ত রায়, মো. মোতাহার হোসেন, মোহাম্মদ নুর আলম, মো. রায়হানুল ইসলাম, মো. তরিকুল ইসলাম, উক্য সিং, গোবিন্দ চন্দ্র পাল, মু. আলাল উদ্দিন ফাহিম, আবু সালেহ মো. আশরাফুল আলম, মোছা. লিজা বেগম, গাজী রবিউল ইসলাম, পংকজ দত্ত, আহমাদ মাঈনুল হাসান, পলাশ কান্তি নাথ, মো. আসাদুজ্জামান, মো. আমিনুর রহমান, শৈলেন চাকমা, মো. রাজীব ফরহান, মো. শরিফুল আলম, মো. শাহ নূর আলম পাটওয়ারী, মাহমুদা বেগম, আসমা আখতার, মো. রুহুল আমীন, মোহাম্মদ লুৎফুল কবির চন্দন, জসীম উদ্দিন খান, মো. আফজাল হোসেন, লিমন রায়, ফাহমিদা হক শেলী, মো. সুমন মিয়া, আমীনুল ইসলাম, নাজমুন নাহার, নুরানী ফেরদৌস দিশা, শারমিন আক্তার, মোহাম্মদ বদিউজ্জামান।
পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্তরা হলেন- শাহনাজ বেগম, হাসান মোহাম্মদ নাছের রিকাবদার, মো. মইনুল হক, মো. শাহজাহান হোসেন, তানভীর আহমদ, এএনএম মারুফ আব্দুল্লাহ, মো. আব্দুল্লাহ আল ইয়াছিন, সাদেক আহমেদ, মো. সাইফুল্লাহ, সাদিয়া আফরোজ, মল্লিক আহসান উদ্দিন সামী, মো. গোলাম রুহুল কুদ্দুস, মো. মনিরুল ইসলাম, মো. মফিজুল ইসলাম, মো. মামুন অর রশিদ, আছাদুজ্জামান, মাহফুজা আক্তার শিমুল, রাজীব কুমার দেব, বসু দত্ত চাকমা।
এ পদায়ন দেশের আইনশৃঙ্খলা রক্ষায় ইতিবাচক প্রভাব ফেলবে বলে মনে করা হচ্ছে। নতুন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা তাদের দায়িত্ব দক্ষতার সঙ্গে পালন করবেন বলে আশাবাদ ব্যক্ত করা হয়েছে।
এ পদোন্নতি ও বদলি পুলিশের শৃঙ্খলা এবং কার্যক্রমে নতুন মাত্রা যোগ করবে বলে সংশ্লিষ্ট মহল মনে করছে।