ব্যাংকিং খাতে আমানত বেড়েছে, ব্যাংকের বাইরে থাকা অর্থ কমেছে

টুইট ডেস্ক: ভালো ব্যাংকগুলোর প্রতি মানুষের আস্থা বাড়ার ফলে এবং ব্যাংক নামে-বেনামে ঋণ বের হওয়া কমতে থাকায় দেশের ব্যাংকিং খাতে আমানত প্রবৃদ্ধি গত তিন মাস ধরে বেড়েছে।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, গত নভেম্বরে ব্যাংকগুলোতে খাতে আমানতের পরিমাণ দাঁড়িয়েছে ১৭.৬৩ লাখ কোটি টাকা-যা ২০২৩ সালের একই মাসের তুলনায় ৭.৪৬ শতাংশ বেশি। ২০২৩ সালের নভেম্বরে ব্যাংকিং খাতে আমানত ছিল ১৭.৩১ লাখ কোটি টাকা।

গত আগস্টে আমানত প্রবৃদ্ধি ছিল ১৮ মাসের মধ্যে সর্বনিম্ন, ৭.০২%। তবে সেপ্টেম্বরে পরিস্থিতির কিছুটা উন্নতি হতে শুরু করে। ওই মাসে আগের মাসের তুলনায় আমানত বেড়ে ১৪ হাজার ২০৮ কোটি টাকা। সেপ্টেম্বরে আমানতে প্রবৃদ্ধির হার বেড়ে ৭.২৬% হয়। অক্টোবরে আমানতে প্রবৃদ্ধি হয় আগের বছরের একই সময়ের তুলনায় ৭.২৮%। অক্টোবর শেষে ব্যাংকিং খাতে মোট আমানতের পরিমাণ ছিল ১৭.৫৫ লাখ কোটি টাকা।

বেশ কয়েকটি ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, ব্যাংক খাত থেকে অনিয়মের মাধ্যমে ঋণ নেওয়ার বেশ কিছু ঘটনা নজরে আসার পর গ্রাহকদের আস্থাহীনতাই কম প্রবৃদ্ধির মূল কারণ। পাশাপাশি দুর্বল ব্যাংকগুলো থেকে গ্রাহকরা তাদের আমানতের টাকা ঠিকমতো ফেরত না পাওয়া নিয়ে খাতটি নিয়ে আতঙ্ক বাড়িয়ে দেয়।

আহসান এইচ মনসুর, কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর হিসেবে দায়িত্ব নেওয়ার পর আগস্ট থেকে এ পর্যন্ত অন্তত ১১টি ব্যাংকের বোর্ড পুনর্গঠন, টাকা ছাপিয়ে তারল্য সহায়তা দেওয়া, বেনামি ঋণ ইস্যু ঠেকানোসহ নানা পদক্ষেপ নেওয়া হয়েছে। এসব পদক্ষেপের কারণে দুর্বল ব্যাংকগুলোর অবস্থা খুব বেশি ভালোর দিকে না গেলেও খারাপের দিকে যাওয়া ঠেকানো গেছে। আবার ভালো ব্যাংকগুলোর প্রতি গ্রাহকদের আস্থা বাড়তে থাকায় এই ব্যাংকগুলোতে আমানত বাড়তে শুরু করেছে।

২০২৪ সালে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক নতুন ৫ হাজার কোটি টাকা আমানত পেয়েছে বলে জানান ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও সৈয়দ মাহবুবুর রহমান।

“গত কয়েক মাস আগের তুলনায় বর্তমানে আমানত তুলে নেওয়ার চাপ কমেছে। এছাড়া সুদের হার বেশি হওয়াসহ নানা কারণে ঋণের চাহিদাও কমে এসেছে। ফলে আগে যেসব আমানত আসার সঙ্গে সঙ্গে ঋণের আকারে বের হয়ে যেত, সেটি এখন কমে গেছে। ফলস্বরূপ ব্যাংকগুলোর তারল্য পরিস্থিতি ভালো হচ্ছে,” বলেন তিনি।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২৩ সালের সেপ্টেম্বর থেকে নভেম্বর পর্যন্ত তিন মাসে ব্যাংকিং খাতে আমানত বেড়েছিল প্রায় ২৮ হাজার কোটি টাকা। আর ২০২৪ সালের এই তিন মাসে খাতটিতে আমানত বেড়েছে ৩২ হাজার কোটি টাকা।

সৈয়দ মাহবুবুর রহমান বলেন, আমানত প্রবৃদ্ধি বাড়ার সঙ্গে সঙ্গে ব্যাংকের বাইরে থাকা টাকার পরিমাণও কমছে। ব্যাংকের বাইরে থাকা টাকার পরিমাণ কমা অর্থনীতির জন্যও ভালো।

টানা দশ মাস ব্যাংকের বাইরে থাকা টাকার পরিমাণ বাড়তে থাকার পর ধীর গতিতে হলেও গত তিন মাস ধরে ব্যাংকে ফিরতে শুরু করছে এসব টাকা। নভেম্বরে আগের মাসের তুলনায় ব্যাংকের বাইরে থাকা অর্থের পরিমাণ কমেছে ৩৫৪ কোটি টাকা। নভেম্বর শেষে মানুষের হাতে ছিল ২.৭৭ লাখ কোটি টাকা। যদিও ২০২৩ সালের নভেম্বরের তুলনায় এটি প্রায় ১১.৬৮% বেশি। অক্টোবরে ব্যাংকের বাইরে থাকা অর্থের পরিমাণ কমেছিল ৫ হাজার ৭৪৩ কোটি টাকা। সেপ্টেম্বর শেষে ব্যাংকের বাইরে মানুষের হাতে ছিল ২.৮৪ লাখ কোটি টাকা।

অর্থনীতিবিদদের মতে, ব্যাংকের বাইরে থাকা টাকার পরিমাণ বেড়ে গেলে সেটি অর্থনীতির জন্য ক্ষতিকর হয়। কারণ ব্যাংকের বাইরে থাকলে টাকার হাতবদল হওয়া কমে যায়, যা দিনশেষে ‘মানি ক্রিয়েশন’ কমিয়ে দেয়। মানুষের হাতে থাকা টাকা উল্লেখযোগ্য পরিমাণে ব্যাংকে ফিরলে একদিকে যেমন ব্যাংকের তারল্য পরিস্থিতি ভালো হয়, অন্যদিকে ঋণ দেওয়ার মতো তহবিলের পরিমাণ বাড়ায় দেশে বিনিয়োগ বৃদ্ধির মতো পরিস্থিতি তৈরি হয়।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২৩ সালের অক্টোবরে ব্যাংকের বাইরে থাকা টাকার পরিমাণ ছিল ২.৪৬ লাখ কোটি টাকা। এরপর থেকে প্রতি মাসেই এর পরিমাণ ধারাবাহিকভাবে বেড়েছে। ২০২৪ সালের জুলাই শেষে ব্যাংকের বাইরে থাকা টাকার পরিমাণ সর্বোচ্চ ২.৯২ লাখ কোটি টাকায় পৌঁছায়। সেপ্টেম্বর থেকে ব্যাংকে ফিরতে শুরু করে বাইরে থাকা টাকা।