১০ ট্রাক অস্ত্র মামলায় খালাস পেলেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বাবর
টুইট ডেস্ক: সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরকে দেশের আলোচিত ১০ ট্রাক অস্ত্র মামলায় খালাস দিয়েছেন হাইকোর্ট।
মঙ্গলবার (১৪ জানুয়ারি) বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি নাসরিন আক্তারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় প্রদান করেন।
এর আগে, এ মামলায় লুৎফুজ্জামান বাবরকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছিল। তবে দীর্ঘ আইনি প্রক্রিয়ার পর উচ্চ আদালতে তিনি খালাস পেলেন।
রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল সুলতানা আক্তার রুবী এবং সহকারী অ্যাটর্নি জেনারেল মো. আসিফ ইমরান জিসান শুনানি করেন। অন্যদিকে আসামি পক্ষে জ্যেষ্ঠ আইনজীবী এস এম শাহজাহান এবং শিশির মনির শুনানি পরিচালনা করেন।
১০ ট্রাক অস্ত্র মামলাটি দেশের অন্যতম আলোচিত মামলা, যা দীর্ঘদিন ধরে আইনি ও জনসাধারণের আলোচনায় ছিল।
২০০৪ সালের ২ এপ্রিল চট্টগ্রামের আনোয়ারায় কর্ণফুলী নদীর তীর থেকে বিপুল পরিমাণ অস্ত্রসহ ১০টি ট্রাক আটক করা হয়।
ওই ঘটনায় দায়ের করা দুটি মামলার মধ্যে চোরাচালান মামলায় বিশেষ ক্ষমতা আইনে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, সাবেক শিল্পমন্ত্রী ও জামায়াতের আমির মতিউর রহমান নিজামী, ভারতের বিচ্ছিন্নতাবাদী সংগঠন উলফার সামরিক কমান্ডার পরেশ বড়ুয়াসহ ১৪ আসামিকে ২০১৪ সালের ৩০ জানুয়ারি চট্টগ্রামের স্পেশাল ট্রাইব্যুনাল-১ মৃত্যুদণ্ড দেয়।
অন্যদিকে, অস্ত্র আইনে দায়েরকৃত মামলায় যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয় একই আসামিদের। ওই মামলায় আরও সাত বছর করে কারাদণ্ড এবং পাঁচ লাখ টাকা জরিমানার আদেশ দেওয়া হয়।
এদিন হাইকোর্টে রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের যুক্তিতর্কের শুনানি শেষে রায় প্রদান করা হয়।
মামলাটি দেশের অন্যতম আলোচিত মামলা হওয়ায় রায়ের পর সামাজিক ও রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা চলছে।
#খালাস #১০ট্রাকঅস্ত্র #হাইকোর্ট #বাবর #বাংলাদেশ #আইন #আলোচিতমামলা