ফ্যাসিবাদের বিরুদ্ধে হুঁশিয়ারি: ‘কলম ভেঙে দেব’ হাসনাত আবদুল্লাহ

টুইট ডেস্ক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ বলেছেন, ‘ফ্যাসিবাদের পক্ষে যেসব কলম লিখবে, আমরা সেই কলম আবার ভেঙে দেব’।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) নারায়ণগঞ্জ শহরের চাষাড়া শহীদ মিনারে জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের দাবিতে অনুষ্ঠিত পথসভা ও গণসংযোগে তিনি এই হুঁশিয়ারি দেন। পরে, সিদ্ধিরগঞ্জের চিটাগাং রোড এবং সোনারগাঁও উপজেলার কাঁচপুরে আরও গণসংযোগ করেন।

হাসনাত আবদুল্লাহ বলেন, ‘ফ্যাসিবাদের পক্ষে যেসব মিডিয়া কথা বলবে, সেসব মিডিয়ার বিপক্ষে আমাদের অবস্থান থাকবে। তরুণ প্রজন্মের দাবিকে অবজ্ঞা করলে পরবর্তী সময়ে নীতি নির্ধারণী পর্যায়ে যারা আসবে, তাদের পরিণতি হবে আওয়ামী লীগের মতো।’

তিনি আরও বলেন, ‘আজকের তরুণ প্রজন্মকে রাস্তায় নেমে আসতে হয়েছে। আমাদের রক্ত দিতে হয়েছে। দুর্বৃত্তায়ন ও প্রতিহিংসার রাজনীতির কারণে আমরা জনকল্যাণমূলক রাষ্ট্র গড়তে পারিনি।’

এছাড়া, হাসনাত আবদুল্লাহ জানায়, জানুয়ারির ১৫ তারিখ পর্যন্ত দেওয়া আল্টিমেটামের পর সরকারকে বুধবার পর্যন্ত সময় দেওয়া হয়েছে। ‘আমরা জানি, সরকার রাজনৈতিক ঐকমত্যের ভিত্তিতে ঘোষণাপত্র তৈরি করবে, কিন্তু এখনও কোনও দৃশ্যমান পদক্ষেপ দেখিনি,’ বলেন তিনি।

তিনি উপদেষ্টাদের উদ্দেশ্যে বলেন, ‘আপনারা জনগণের প্রতিনিধিত্ব করছেন। যদি কোনো বাধা থাকে, সেটি প্রকাশ করুন। ব্যর্থ হলে জনগণের কাতারে চলে আসুন।’

গণসংযোগে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক কমিটির মুখপাত্র সামান্তা শারমিন, যুগ্ম সদস্য সচিব আব্দুল্লাহ আল আমিন, যুগ্ম আহ্বায়ক আলী আহসান জোনায়েদ, মুখপাত্র আরেফীন মুহাম্মাদ হিজবুল্লাহ, কেন্দ্রীয় সদস্য শওকত আলী, তামিম আহমেদ।

#ফ্যাসিবাদ #হাসনাতআবদুল্লাহ #রাজনীতি #তরুণপ্রজন্ম #গণসংযোগ #জুলাইবিপ্লব #সামাজিকআন্দোলন #বাংলাদেশ