ডাকাতের হামলায় নিহত সেনা কর্মকর্তার পরিবার পেল ফ্ল্যাট

টুইট ডেস্ক: কক্সবাজারের চকরিয়ায় ডাকাতদের ছুরিকাঘাতে নিহত সেনাবাহিনীর লেফটেন্যান্ট তানজীম ছারোয়ার নির্জনের পরিবার পেল নতুন ফ্ল্যাট।

সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান ঢাকার পূর্বাচল জলসিঁড়ি আবাসনের ফ্ল্যাটের চাবি সোমবার নিহত সেনা কর্মকর্তার বাবা-মায়ের হাতে হস্তান্তর করেন।

২৪ সেপ্টেম্বর চকরিয়ায় যৌথবাহিনীর অভিযানের সময় ডাকাতদের হামলায় নিহত হন লেফটেন্যান্ট তানজীম। সেনাবাহিনী বলছে, তার আত্মত্যাগ মাতৃভূমির জন্য চিরস্মরণীয় হয়ে থাকবে।

এ ঘটনায় সেনাবাহিনীর গভীর শোক প্রকাশ করে এবং নিহত কর্মকর্তার পরিবারকে সাহস ও সমর্থন জানানো হয়।

#সেনাবাহিনী #প্রাণেরঅত্যাগ #ফ্ল্যাট #ঢাকা