তেলের বাজার স্থিতিশীল থাকবে, দাবি হোয়াইট হাউজের
বিশ্ব ডেস্ক: রাশিয়ার তেল খাতের ওপর কড়া নিষেধাজ্ঞা আরোপ করলেও বিশ্ববাজারে তেলের দাম স্থিতিশীল থাকবে বলে আশা করছে বাইডেন প্রশাসন। সোমবার (১৩ জানুয়ারি) হোয়াইট হাউজের এক সংবাদ সম্মেলনে ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার জেইক সালিভান এ তথ্য জানিয়েছেন।
জেইক সালিভান বলেন, তেলের বাজারের স্থিতিশীলতা বজায় রাখার বিষয়টি মাথায় রেখে রাশিয়ার ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। বাজারকে অস্থিতিশীল না করেই এই সিদ্ধান্ত কার্যকর হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
এ সময় সালিভান আরও জানান, চলতি সপ্তাহেই গাজায় যুদ্ধবিরতির ব্যাপারে গুরুত্বপূর্ণ অগ্রগতির খবর পাওয়া যাবে। পাশাপাশি রাশিয়ার সাথে আলোচনার জন্য নতুন একটি প্রতিনিধিদল কাজ শুরু করেছে বলেও নিশ্চিত করেন তিনি।
মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিয়ে তিনি বলেন, ইরান বর্তমানে ১৯৭৯ সালের পর সবচেয়ে সংকটময় অবস্থায় রয়েছে।
হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি কারিন জন পিয়ের জানান, প্রেসিডেন্ট জো বাইডেন আরও ১৫০ হাজার শিক্ষার্থীর শিক্ষা-ঋণ মওকুফের পরিকল্পনা করছেন। পাশাপাশি ক্যালিফোর্নিয়ার দাবানল পরিস্থিতি মোকাবেলায় নানা পদক্ষেপের কথাও তুলে ধরেন তিনি।
#OilMarket #BidenAdministration #RussiaSanctions #GazaCeasefire #tweetnews24