বাংলাদেশ-ভারতের রাষ্ট্রদূত তলব ও পাল্টা তলব, সীমান্ত উত্তেজনা ব্যাখ্যা দিল দিল্লি

টুইট ডেস্ক: সীমান্ত উত্তেজনা ও কাঁটাতারের বেড়া নির্মাণ নিয়ে উত্তপ্ত পরিস্থিতিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় দিল্লিতে বাংলাদেশের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত মো. নুরাল ইসলামকে তলব করেছে। এর ২৪ ঘণ্টা আগে ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মাকে তলব করে বাংলাদেশ।

বাংলাদেশ-ভারতের রাষ্ট্রদূত তলব ও পাল্টা তলব

সোমবার (১৩ জানুয়ারি) পরে তলবের ব্যাখ্যা দিয়ে এক সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে জানানো হয়েছে, সীমান্তে বেড়া নির্মাণ, নিরাপত্তা জোরদার করা এবং অপরাধমুক্ত সীমান্ত গঠনে বিএসএফ ও বিজিবির মধ্যকার সব প্রটোকল মেনে চলেছে ভারত। আন্তঃসীমান্ত অপরাধ, চোরাচালান, এবং মানবপাচার মোকাবিলায় সহযোগিতামূলক পদক্ষেপের প্রতিশ্রুতিও পুনর্ব্যক্ত করেছে তারা।

বাংলাদেশের পররাষ্ট্রসচিব জসীম উদ্দিন ভারতের কাঁটাতারের বেড়া নির্মাণ এবং বিএসএফের কার্যকলাপ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি জানান, অনুমোদন ছাড়া এ ধরনের কার্যক্রম সীমান্তে উত্তেজনা সৃষ্টি করছে এবং দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ক্ষতিগ্রস্ত হচ্ছে।

ভারত আশা করে, বাংলাদেশ আগের সমঝোতাগুলো বাস্তবায়নে সচেষ্ট হবে এবং আন্তঃসীমান্ত অপরাধ প্রতিরোধে সহযোগিতা করবে।

#Bangladesh #India #BorderIssue #tweetnews24