পররাষ্ট্রনীতিতে সফলতার দাবি বাইডেনের
টুইট ডেস্ক: প্রেসিডেন্ট জো বাইডেন তার পররাষ্ট্রনীতিকে সফল হিসেবে তুলে ধরেছেন, যা বর্তমান বিশ্ব পরিস্থিতিতে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে।
সোমবার (১৪ জানুয়ারি) স্টেইট ডিপার্টমেন্টে দেয়া ভাষণে তিনি আমেরিকাকে আগের চেয়ে শক্তিশালী এবং গর্ব করার মতো অবস্থানে নিয়ে যাওয়ার দাবি করেন।
গাজায় ইসরায়েলের গণহত্যা, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ, চীনের সঙ্গে বাণিজ্যিক সংঘাতসহ চলমান বৈশ্বিক সংকটের মধ্যে বাইডেন তার নীতির ইতিবাচক প্রভাব তুলে ধরেন।
তিনি দাবি করেন, ইউক্রেনকে সহযোগিতার মাধ্যমে রাশিয়ার অগ্রযাত্রা ব্যর্থ করে দিয়েছেন। এছাড়া ইরানের অর্থনৈতিক সংকট, হিযবুল্লাহর দুর্বলতা, এবং মধ্যপ্রাচ্যে নিরাপত্তা রক্ষায় আমেরিকার ভূমিকা বড় অর্জন হিসেবে উল্লেখ করেন।
বাইডেন জানান, চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকে তিনি বাণিজ্য লঙ্ঘনের বিষয়ে সতর্কতা জারি করেছেন। সেমিকন্ডাকটর ও গাড়ি শিল্পে চীনকে চাপে রাখার জন্য শুল্ক বৃদ্ধির কৌশলকেও সফল মনে করেন তিনি।
জলবায়ু পরিবর্তন মোকাবিলায় নেয়া পদক্ষেপগুলোর মাধ্যমে ভবিষ্যত প্রজন্মের সুরক্ষা নিশ্চিত করার কথা তুলে ধরেন বাইডেন। একই সঙ্গে, ইরানের পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা প্রতিহত করা, সিরিয়ায় উগ্রবাদ দমন এবং গাজায় স্থিতিশীলতা ফিরিয়ে আনার জন্য নতুন প্রশাসনকে আহ্বান জানান।
বাইডেনের এই ভাষণ তার পররাষ্ট্রনীতির অগ্রগতি ও বৈশ্বিক অঙ্গনে আমেরিকার শক্ত অবস্থানকে সামনে নিয়ে আসার প্রয়াস বলে মনে করা হচ্ছে।