আর্থিক প্রতিষ্ঠানে স্বতন্ত্র পরিচালক নিয়োগে কেন্দ্রীয় ব্যাংকের উদ্যোগ

টুইট ডেস্ক: বাংলাদেশ ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানগুলোতে স্বচ্ছ ও দক্ষ স্বতন্ত্র পরিচালক নিয়োগের লক্ষ্যে একটি প্যানেল প্রস্তুত করেছে।

প্রতিষ্ঠানগুলো এখন থেকে তাদের স্বতন্ত্র পরিচালকের প্রস্তাবিত নাম ও তথ্য বাংলাদেশ ব্যাংকে জমা দেবে। যাচাই-বাছাই শেষে যোগ্য প্রার্থীদের নিয়ে প্যানেল তৈরি করা হবে এবং প্রয়োজন অনুযায়ী প্রতিষ্ঠানগুলো ওই প্যানেল থেকে পরিচালক নিয়োগ করতে পারবে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ফাইন্যান্স কোম্পানিগুলোর পরিচালনা পর্ষদে ন্যূনতম দুই জন স্বতন্ত্র পরিচালক থাকা বাধ্যতামূলক। তবে শেয়ারহোল্ডারদের স্বার্থ সংরক্ষণে দায়িত্বপ্রাপ্ত এই পরিচালকেরা অনেক ক্ষেত্রে স্বাধীন ও নিরপেক্ষ মতামত দিতে বাধাগ্রস্ত হচ্ছেন।

এ উদ্যোগের মাধ্যমে দক্ষ ব্যক্তিদের স্বতন্ত্র পরিচালক হিসেবে নিয়োগ নিশ্চিত করা হবে। ফাইন্যান্স কোম্পানিগুলোতে কোনো অনিয়ম পরিলক্ষিত হলে বা পরিচালকদের স্বাধীন মতামত বাধাগ্রস্ত হলে তা অবিলম্বে বাংলাদেশ ব্যাংককে জানানোর নির্দেশনা দেওয়া হয়েছে।

এছাড়া, স্বতন্ত্র পরিচালকরা ফাইন্যান্স কোম্পানির পক্ষে কোনো গ্যারান্টিপত্রে স্বাক্ষর করতে পারবেন না। এ উদ্যোগ আর্থিক খাতে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।