বাংলাদেশ-ভারত সেনাবাহিনীর সম্পর্ক অপরিবর্তিত: ভারতের সেনাপ্রধান
টুইট ডেস্ক: ভারতীয় সেনাবাহিনীর সঙ্গে বাংলাদেশ সেনাবাহিনীর সম্পর্কের ক্ষেত্রে কোনো পরিবর্তন হয়নি বলে জানিয়েছেন ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী।
সোমবার (১৩ জানুয়ারি) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, “দুই দেশের সেনাবাহিনীর মধ্যে সমন্বয় ও সহযোগিতা আগের মতোই অটুট রয়েছে। ব্যক্তিগত বা প্রাতিষ্ঠানিক কোনো স্তরেই বৈরিতার কোনো চিহ্ন দেখা যায়নি।”
তিনি জানান, বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পটপরিবর্তনের সময়ও দুই দেশের সেনাবাহিনী ভিডিও কনফারেন্সের মাধ্যমে নিয়মিত যোগাযোগ রেখেছে। সামরিক ক্ষেত্রে উভয়পক্ষের মধ্যে পারস্পরিক সহযোগিতার ভিত্তি মজবুত ছিল এবং থাকবে।
জেনারেল দ্বিবেদী বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের একটি মন্তব্য তুলে ধরে বলেন, “কৌশলগতভাবে ভারত আমাদের জন্য গুরুত্বপূর্ণ, একইভাবে বাংলাদেশও ভারতের জন্য কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ। দুই দেশ প্রতিবেশী এবং একসঙ্গে বসবাস করতে হবে। বৈরিতা প্রদর্শন কোনো পক্ষের জন্যই ইতিবাচক হবে না।”
ভারতীয় সেনাপ্রধান আরও জানান, বর্তমানে কিছু যৌথ সামরিক মহড়া সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে। পরিস্থিতির উন্নতি হলে সেগুলো পুনরায় শুরু হবে।
তিনি আরও বলেন, “মহম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণের পর ভারত ও বাংলাদেশের মধ্যে সামরিক সহযোগিতায় কোনো বিরূপ প্রভাব দেখা যায়নি।”
জেনারেল উপেন্দ্র দ্বিবেদী আরও জানান, আগে যে যৌথ মহড়া হত, সেটা বর্তমান পরিস্থিতিতে কিছুটা সময়ের জন্য স্থগিত রাখা হয়েছে। যখন পরিস্থিতির উন্নতি হবে, তখন সেই যৌথ মহড়া চালানো হবে।
তথ্যসূত্র: দ্য হিন্দু, এনডিটিভি, আনন্দবাজার পত্রিকা