বগি লাইনচ্যুত হওয়ার সাড়ে চার ঘণ্টা পর রাজশাহী রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর বেলপুকুরে লাইনচ্যুত হওয়া তিতুমীর এক্সপ্রেসের বগি উদ্ধার করা হয়েছে। এর ফলে সাড়ে চার ঘণ্টা বন্ধ থাকার পর সকাল ১১টা থেকে রাজশাহী ও ঢাকাসহ সব রেলরুটে ট্রেন চলাচল পুনরায় স্বাভাবিক হয়।

রাজশাহী রেলওয়ে স্টেশনের ব্যবস্থাপক ময়েন উদ্দিন জানান, বেলা পৌনে ১১টার দিকে পার্বতীপুরগামী ট্রেনটি পুনরায় যাত্রা শুরু করার মাধ্যমে উদ্ধারকাজ শেষ হয়। এরপর ক্ষতিগ্রস্ত লাইনটি মেরামত করা হয়। এতে দীর্ঘ প্রতীক্ষার পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

তিনি আরও জানান, সকাল ৬টা ২০ মিনিটে তিতুমীর এক্সপ্রেস ট্রেনটি রাজশাহী রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে যায়। তবে কিছুক্ষণ পর ৬টা ৩৬ মিনিটে বেলপুকুর এলাকায় একটি বগির দুটি চাকা লাইনচ্যুত হয়ে যায়। এটি ছিল সেদিনের প্রথম ট্রেন। ট্রেনটি আটকে যাওয়ার কারণে রাজশাহী থেকে দেশের অন্যান্য রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

লাইনচ্যুতির কারণে ঢাকাগামী আন্তঃনগর সিল্কসিটি এক্সপ্রেস এবং বিরতিহীন বনলতা এক্সপ্রেস ট্রেন রাজশাহী থেকে ছেড়ে যেতে পারেনি। এছাড়া মধুমতি এক্সপ্রেস ট্রেনটি হরিয়ান স্টেশনে আটকা পড়ে। তবে উদ্ধার কাজ শেষ হওয়ার পর প্রায় তিন থেকে চার ঘণ্টা বিলম্বে সব ট্রেন চলাচল শুরু করে।