পেটের চর্বি কমাতে সাহায্য করে যেসব সবজি

টুইট ডেস্ক : পেটের চর্বি বাড়ার কারণ হিসেবে শুধু খাবারের দোষ দিলে চলবেনা। এজন্য খাদ্যাভ্যাস, জীবনযাত্রার পরিবর্তনেরও দরকার আছে।
হার্ভার্ড হেল্থ’য়ের তথ্যানুসারে ব্যায়াম, ধূমপান না করা, মানসিক চাপ কমানো, সুষম খাবার গ্রহণ ও বাড়তি চিনি না খাওয়া মাধ্যমেই পেটের চর্বি কমানো সম্ভব।
আর সুষম খাদ্যাভ্যাসে এমন কিছু সবজি রাখা উপকারী যা পেটের মেদ ঝরাতে সহায়ক ভূমিকা রাখে। পুষ্টিগুণ সমৃদ্ধ সবুজ এই সবজিতে দেহের মধ্যভাগের চর্বি কমানোর উপাদান রয়েছে।
মার্কিন পুষ্টিবিদ ট্রিস্টা বেস্ট ইটদিস ডটকম’য়ে প্রকাশিত প্রতিবেদনে বলেন, ‘এই ক্রুসিফেরার ঘরানার সবজি অ্যান্টিঅক্সিডেন্টে পরিপূর্ণ। এতে থাকা প্রধান উপাদান “সালফোরাফেন” প্রদাহ কমাতে পারে। ফলে দেহের ওজন ঝরানোর প্রক্রিয়া ভালো হয়।’
ব্রোকলি

গাজর

বেস্ট বলেন, “আর বিপাকীয় ক্ষমতা বাড়াতে কাঁচা গাজর চিবিয়ে খাওয়া বেশি উপকারী। আর বিপাক ক্ষমতা বৃদ্ধির সঙ্গে মেদ ঝরার বিষয়টা সম্পর্কযুক্ত।”
লেটুস

জাপানের ‘কিয়োটো প্রিফেকচুরাল ইউনিভার্সিটি অফ মেডিসিন’য়ের করা গবেষণা থেকে জানানো হয়, ক্যারটিনয়েডস সমৃদ্ধ সবজি ‘ভিসারাল ফ্যাট’ কমাতে পারে। এই চর্বি পেটের বিভিন্ন অন্ত্রের গায়ে লেগে থাকে।
কমলা ও হলুদ ক্যাপ্সিকাম

বিট

উচ্চ আঁশ সমৃদ্ধ, প্রতি কাপ থেকে মিলবে ৩.৮ গ্রাম। আর পর্যাপ্ত আঁশ গ্রহণ করা যে শরীরে জন্য উপকারী সেটা আর নতুন করে বলার অপেক্ষা রাখে না।
বেস্ট বলেন, “আঁশ পেটের মাইক্রোবায়োম’য়ের স্বাস্থ্য ভালো করে। যা মেদ কমানোর জন্য বিশেষভাবে প্রয়োজনীয় ভূমিকা রাখে।”
পালংশাক

আর ভিটামিন কে’তে পূর্ণ। এটা অনেক সময় দেহের ওজন ও পেটের চর্বি কমাতে সহায়ক ভূমিকা রাখে।
লাল ক্যাপ্সিকাম

এছাড়া ক্যারোটিনয়েডস ‘লাইকোপিন’ থাকে উচ্চমাত্রায়। আর ক্যারোটিনয়েডস পেটের মেদ কমাতে উল্লেখযোগ্য ভূমিকা রাখতে পারে।






