রাজনীতি নিয়ে যে বার্তা দিলেন মিজানুর রহমান আজহারী

টুইট ডেস্ক: জনপ্রিয় ইসলামি বক্তা ও গবেষক ড. মিজানুর রহমান আজহারী বলেছেন, “অনেকে আমাকে রাজনীতির মাঠে আসার পরামর্শ দিয়েছেন, তবে আমি রাজনীতিতে যোগ দিতে চাই না। আমার একমাত্র লক্ষ্য কুরআনের খেদমত করা। এর বাইরে আমি কিছু করতে ইচ্ছুক নই।”

শনিবার (১১ জানুয়ারি) সিলেটের ঐতিহ্যবাহী এমসি কলেজ মাঠে আঞ্জুমানে খেদমতে কুরআনের উদ্যোগে আয়োজিত তিন দিনব্যাপী ৩৬তম তাফসির মাহফিলের শেষ দিনে তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

ড. মিজানুর রহমান আজহারী ব‌লে‌ন, ‘আমি একটি ওয়াজের ময়দানে বলেছিলাম একদল খেয়ে গেছে, আরেক দল খাওয়ার জন্য রেডি। এই বক্তব্যটি নিয়ে অনেক রাজনৈতিক নেতা ও ভাইয়েরা মন খারাপ করেছেন। আমি কারও মনে কষ্ট দিতে একথা বলিনি। যা সত্যি তাই বলেছি।’

‌তি‌নি ব‌লেন, ‘এ কথার পর অনেকেই আমাকে রাজনীতির মাঠে আসার কথা বলেছে। তাদের উদ্দেশ্যে বলব- আমি কুরআনের খেদমতে কাজ করি। তার বাইরে আমি কোনো কিছু করতে চাই না।’

আজহারী বলেন, ‘নতুন বাংলাদেশের প্রয়োজন যে, এখানে কাদা ছোড়াছুড়ি এবং অপ্রয়োজনীয় বিতর্ক বন্ধ করা হোক। সমাজে শান্তি ও সহিষ্ণুতার পরিবেশ তৈরি করা জরুরি।’

তি‌নি আরও ব‌লেন, ‘একটি নতুন বাংলাদেশের জন্য রক্ত দিয়েছে আবু সাঈদ ও মুগ্ধরা। শহীদদের স্বপ্নের বাংলাদেশ নির্মাণে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।’