সাধারণ কথা গায়ে মাখা ঠিক হয়নি: আজহারি

টুইট ডেস্ক: জনপ্রিয় ইসলামী বক্তা মিজানুর রহমান আজহারি বলেছেন, ‘বাংলাদেশের একজন সাধারণ নাগরিক হিসেবে দেশের যেকোনো সমস্যা বা অসঙ্গতি নিয়ে মত প্রকাশের অধিকার আমার রয়েছে। এজন্য রাজনীতিতে আসতে হবে এমন মন্তব্য অযৌক্তিক।’

শনিবার (১১ জানুয়ারি) সিলেটের এমসি কলেজ মাঠে আয়োজিত তাফসিরুল কুরআন মাহফিলে সম্প্রতি বিএনপি নেতাদের মন্তব্য প্রসঙ্গে তিনি এ কথা বলেন।

সম্প্রতি এক মাহফিলে তিনি বলেন, ‘ইসলামের আলোকে দেশ গঠন করতে হবে। জঙ্গিবাদ ও সন্ত্রাসের স্থান নেই।

১৫ বছরে দেশে প্রচুর লুটপাট হয়েছে। যখন অন্য দেশ উন্নয়নে ব্যস্ত, আমাদের দেশের সরকার লুটপাটে মগ্ন।

আমাদের কোরআনের আলোকে দেশ গড়তে হবে।’

এই বক্তব্য নিয়ে রাজনৈতিক অঙ্গনে মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়। বিএনপির জ্যেষ্ঠ নেতা শামসুজ্জামান দুদু তাকে রাজনীতিতে যোগ দিতে হলে জামায়াতের সঙ্গে সম্পৃক্ত হওয়ার পরামর্শ দেন।

জবাবে আজহারি বলেন, ‘কোনো দলকে লক্ষ্য করে আমি কথা বলিনি। এটা নিজেদের গায়ে মাখা ঠিক হয়নি। এতে সাধারণ মানুষের মধ্যে নেতিবাচক বার্তা যায়। আমি কেবল কুরআন ও সুন্নাহর পক্ষে কথা বলি।’

তিনি আরও বলেন, ‘রাজনৈতিক চর্চার নামে দুর্নীতি, চাঁদাবাজি, দখলবাজি ও টেন্ডারবাজি বন্ধ করতে হবে। নিবন্ধিত ৩৮ দলের এখন শপথ নেওয়ার সময় এসেছে। ক্ষমতার পালাবদলের সময়ই দুর্নীতির ফিরিস্তি সামনে আসে। এ থেকে বেরিয়ে আসা জরুরি।’

উল্লেখ্য, আঞ্জুমানে খেদমতে কুরআন সিলেটের উদ্যোগে আয়োজিত তিন দিনব্যাপী তাফসির মাহফিলের শেষ দিনে বক্তব্য রাখেন আজহারি।