আগে গাড়ি, তারপর ঘোড়া: ফরহাদ মজহার
টুইট ডেস্ক: সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন বিষয়ে সরব থাকেন কলামিস্ট ও গবেষক ফরহাদ মজহার। বিভিন্ন টক শো-তে আলোচনা করেন দেশের সমসাময়িক বিষয় নিয়ে। সাম্প্রতিক বছরগুলোতে রাষ্ট্র গঠন নিয়ে বেশ সোচ্চার তিনি।
বৃহস্পতিবার সকালে এক ফেসবুক পোস্টে তিনি লিখেছেন-
‘রাষ্ট্র গঠন আর সরকার নির্বাচন দুটি ভিন্ন কাজ, ভিন্ন বিষয়। গণঅভ্যুত্থানের পরে সবকিছুর আগের কাজ রাষ্ট্র গঠন। আগে গাড়ি, তারপর ঘোড়া।’
এর আগে এক ফেসবুক পোস্টে তিনি গণঅভ্যুত্থানে জনগণের পূর্ণ বিজয় হয়নি বলেও মন্তব্য করেছেন।
ওই পোস্টে তিনি লিখেছেন- সংবিধান বা আইনের নামে জনগণের সামষ্টিক অভিপ্রায় নস্যাৎ করা হয়েছে। গঠিত হয়েছে সেনা-সমর্থিত উপদেষ্টা সরকার। জনগণের অভিপ্রায়ের মর্ম বোঝা কঠিন হয়ে পড়েছে এবং গণরাজনৈতিক ধারার বিকাশ রুদ্ধ হবার উপক্রম ঘটেছে। বাংলাদেশকে নতুনভাবে গঠন করবার জন্য জনগণকে সরাসরি সম্পৃক্ত করে নতুন বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্য থেকে বাংলাদেশ বিচ্যুত হয়ে গিয়েছে।
তিনি আরও বলেন, এখন ওপর থেকে এলিট বা অভিজাত শ্রেণিদের প্রতিনিধিদের দিয়ে নানা কমিশন গঠন করে জনগণের ওপর সমাজের ক্ষমতাবান শ্রেণি ওপর থেকে তাদের ‘সংস্কার’ চাপিয়ে দেবার চেষ্টা চলছে। সেটাও কতোটুকু সম্ভব হবে বলা কঠিন।
ফরহাদ মজহার লেখেন-ইতোমধ্যে নির্বাচনের দাবি উঠেছে, নির্বাচন কমশন গঠিত হয়েছে এবং রাজনৈতিক দলগুলোর এই বছরের
মধ্যেই নির্বাচন অনুষ্ঠানের প্রবল চাপ তৈরি করেছে। সম্ভবত নিম্নবিত্ত, শ্রমিক ও সাধারণ আম জনতাকে শূন্য হাতেই পু্রানা জায়গায় ফিরে যেতে হবে। তাই কি? কি করতে পারি আমরা? নিদেন পক্ষে গণঅভ্যুত্থান সুরক্ষার চেষ্টা চালিয়ে যেতে পারি। তার জন্যই গণ অভ্যুত্থান সুরক্ষা মঞ্চ।
আসুন, আমরা কথা বলি এবং ইতিবাচক কাজ ও পদক্ষেপ কি হতে পারি সে বিষয়ে আলাপ-আলোচনার মধ্যে দিয়ে সিদ্ধান্ত গ্রহণ করি।