ভারতের উত্তরাখণ্ডে সুড়ঙ্গ থেকে প্রথম শ্রমিক উদ্ধার

উত্তরকাশীর সুড়ঙ্গ থেকে একে একে বেরিয়ে আসছেন শ্রমিকেরা। ছবি: পিটিআই

বিশ্ব ডেস্ক : ভারতের উত্তরাখণ্ডে নির্মাণাধীন একটি সুড়ঙ্গ ধসে আটকেপড়া ৪১ জন শ্রমিকের মধ্যে প্রথম একজন শ্রমিককে সফলভাবে উদ্ধার করা হয়েছে।

এনডিআরএফের সদস্যরা সুড়ঙ্গের ভেতরে আটকে পড়া শ্রমিকদের একের পর এক চাকাযুক্ত স্ট্রেচারে করে বের করে আনছেন।

উদ্ধারের পরেই তাদের নিয়ে যাওয়া হচ্ছে হাসপাতালে। শ্রমিকদের হাসপাতালে নিয়ে যেতে যাতে খুব বেশি দেরি না হয়, তাই সুড়ঙ্গ থেকে হাসপাতাল পর্যন্ত তৈরি করা হয়েছে গ্রিন করিডোর। সুড়ঙ্গ থেকে বের করার পর অ্যাম্বুল্যান্সে করে শ্রমিকদের নিয়ে যাওয়া হবে উত্তরকাশীর চিনিয়ালিসৌর হাসপাতালে।

গত ১২ নভেম্বর উত্তরাখন্ডের উত্তরকাশী জেলার একটি জাতীয় মহাসড়কে নির্মাণাধীন এই সুড়ঙ্গের একাংশ ধসে পড়ে। সুড়ঙ্গটির উচ্চতা সাড়ে আট মিটার এবং এটি প্রায় সাড়ে চার কিলোমিটার দীর্ঘ। ধসের পর থেকে আটকে পড়া ৪১ শ্রমিককে উদ্ধার কাজ করছে দেশটির বিভিন্ন সংস্থা।