মেটা ফ্যাক্ট চেকিং পদ্ধতিতে বড় পরিবর্তন ঘোষণা
বিশ্ব ডেস্ক: ফেইসবুক, ইনস্টাগ্রাম ও থ্রেডসের মালিক প্রতিষ্ঠান মেটা তাদের কনটেন্ট মডারেশন কৌশলে একটি বড় পরিবর্তন আনছে। মেটা তাদের থার্ড পার্টি ফ্যাক্ট চেকিং প্রক্রিয়া বাদ দিয়ে একটি নতুন কমিউনিটি ভিত্তিক প্রক্রিয়া চালু করার ঘোষণা দিয়েছে।
এই নতুন পদ্ধতিতে, ব্যবহারকারীরা ‘কমিউনিটি নোটস’ সৃষ্টির মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য চিহ্নিত করতে পারবেন।
মেটার সিইও মার্ক জাকারবার্গ বলেন, তারা তাদের সামাজিক মাধ্যমের নীতিমালা সহজ করে ব্যবহারকারীদের মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করার লক্ষ্যে এই পদক্ষেপ নিয়েছেন। মেটার নতুন তিনটি সিদ্ধান্ত:
১. থার্ড পার্টি ফ্যাক্ট চেকিং বাদ দিয়ে কমিউনিটি নোটস প্রক্রিয়া চালু করা।
২. কিছু কিছু বিষয় সম্পর্কে পোস্ট করা মেটার প্ল্যাটফর্মে নিষিদ্ধ থাকবে, তবে ধীরে ধীরে এই নিষেধাজ্ঞা তুলে নিয়ে মানুষকে আরো মত প্রকাশের স্বাধীনতা দেয়া হবে।
৩. রাজনৈতিক কনটেন্টের ক্ষেত্রে ব্যবহারকারীদের চাওয়া অনুযায়ী তাদের নিউজ ফিডে বিষয়গুলি দেখানোর ব্যবস্থা করা।
এদিকে, বিশেষজ্ঞরা মেটার এই সিদ্ধান্তের প্রতি মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন। ক্লেয়ার ডাফি বিশ্লেষণ করেছেন, মেটার এই পদক্ষেপের ফলে প্ল্যাটফর্মগুলোতে খারাপ কনটেন্টের পরিমাণ বেড়ে যেতে পারে।