লন্ডনের উদ্দেশে ঢাকা ছাড়লেন খালেদা জিয়া

টুইট ডেস্ক: বিএনপির চেয়ারপারসন ও বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া উন্নত চিকিৎসার জন্য লন্ডনের উদ্দেশে ঢাকা ছেড়েছেন। মঙ্গলবার (৭ জানুয়ারি) রাত ১১টা ৪৬ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে বহনকারী রয়েল এয়ার অ্যাম্বুলেন্সটি যাত্রা শুরু করে।

এর আগে রাত ৮টা ১০ মিনিটে গুলশানের বাসভবন ‘ফিরোজা’ থেকে খালেদা জিয়ার গাড়িবহর বিমানবন্দরের দিকে রওনা দেয়। তাকে বিদায় জানাতে বিমানবন্দর সড়কের বিভিন্ন স্থানে বিএনপির অসংখ্য নেতাকর্মী জড়ো হন। তাদের উপস্থিতির কারণে গাড়িবহরের গতিতে বিঘ্ন ঘটে এবং সড়কে যানজট তৈরি হয়। প্রায় আড়াই ঘণ্টা পরে রাত ১০টা ৪৫ মিনিটে গাড়িবহরটি বিমানবন্দরে পৌঁছায়।

বিমানবন্দরে পৌঁছানোর আগেই বিশেষ ব্যবস্থায় তার ইমিগ্রেশন প্রক্রিয়া সম্পন্ন করা হয়। তবে নির্ধারিত সময়ের চেয়ে বিলম্ব হওয়ায় ফ্লাইটের সময় দুইবার পরিবর্তন করতে হয়। কাতারের আমিরের পাঠানো এয়ার অ্যাম্বুলেন্সটি দোহা হয়ে বুধবার সকালে লন্ডনের হিথ্রো বিমানবন্দরে পৌঁছাবে বলে জানা গেছে। লন্ডনে পৌঁছানোর পর তার বড় ছেলে তারেক রহমান এবং পুত্রবধূ জোবাইদা রহমান তাকে গ্রহণ করবেন। সেখান থেকে খালেদা জিয়াকে সরাসরি লন্ডন ক্লিনিকে নিয়ে যাওয়া হবে।

এয়ার অ্যাম্বুলেন্সে চারজন চিকিৎসক এবং প্যারামেডিকস রয়েছেন। এছাড়া তার মেডিকেল বোর্ডের ছয়জন সদস্য-শাহাবুদ্দিন তালুকদার, এফ এম সিদ্দিক, নূরুদ্দিন আহমেদ, জাফর ইকবাল, এ জেড এম জাহিদ হোসেন এবং মোহাম্মদ আল মামুন-যাত্রাসঙ্গী। খালেদা জিয়ার সঙ্গে রয়েছেন তার ছোট ছেলের স্ত্রী সৈয়দা শামিলা রহমান, উপদেষ্টা এনামুল হক চৌধুরী, নির্বাহী কমিটির সদস্য তাবিথ আউয়াল, একান্ত সচিব এ বি এম আবদুস সাত্তারসহ ব্যক্তিগত কর্মকর্তারা।

দুর্নীতির মামলায় ১৭ বছরের সাজাপ্রাপ্ত খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নিতে বিএনপি দীর্ঘদিন ধরে চেষ্টা করছিল। শেখ হাসিনা সরকারের আমলে এসব দাবি প্রত্যাখ্যাত হওয়ায় দেশে থেকেই তার চিকিৎসা চলছিল। গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পরের দিন খালেদা জিয়াকে নির্বাহী আদেশে মুক্তি দেওয়া হয়। এর পরপরই চিকিৎসার জন্য বিদেশ গমনের অনুমতি পান তিনি এবং যুক্তরাজ্যের ভিসা প্রাপ্তি নিশ্চিত হয়।

লিভার সিরোসিস, হৃদরোগ, ফুসফুসের সমস্যা, আর্থ্রাইটিস, কিডনি জটিলতা এবং ডায়াবেটিসসহ বিভিন্ন রোগে ভুগছেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। চিকিৎসা এবং তার দ্রুত আরোগ্য কামনা করছেন দলের নেতাকর্মী এবং সমর্থকরা।