ই-সিগারেট আমদানি নিষিদ্ধ করল বাংলাদেশ

টুইট ডেস্ক: বাংলাদেশ সরকার ইলেকট্রনিক নিকোটিন ডেলিভারি সিস্টেম (ইএনডিএস) সংশ্লিষ্ট সব পণ্যের আমদানি নিষিদ্ধ করেছে।

বাণিজ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, ২০২১-২৪ সালের আমদানি নীতি আদেশ সংশোধন করে ই-সিগারেটকে আমদানি নিষিদ্ধ পণ্যের তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। গত ৩১ ডিসেম্বর এ-সংক্রান্ত আদেশ জারি করা হয় এবং চলতি বছরের ১ জানুয়ারি তা গেজেট আকারে প্রকাশিত হয়েছে।

এর আগে, গত ১২ ডিসেম্বর অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে এ সিদ্ধান্ত অনুমোদিত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগ থেকে জনস্বাস্থ্য সুরক্ষার স্বার্থে প্রস্তাবটি উত্থাপন করা হয়।

সরকারি ঘোষণায় বলা হয়, জনস্বাস্থ্য সুরক্ষা ও ভবিষ্যৎ প্রজন্মকে ক্ষতিকর নিকোটিন পণ্য থেকে রক্ষা করার জন্য এই নিষেধাজ্ঞা কার্যকর করা হয়েছে।

বাংলাদেশ ইলেকট্রনিক নিকোটিন ডেলিভারি সিস্টেম ট্রেডার্স অ্যাসোসিয়েশন (বেন্ডস্টা) মতে, দেশে বর্তমানে ই-সিগারেট ব্যবহারকারীর সংখ্যা প্রায় ৫ লাখ।

তবে বিভিন্ন গবেষণায় ই-সিগারেটের মধ্যে টক্সিক ও কারসিনোজেনিক (ক্যানসার সৃষ্টিকারী) উপাদান পাওয়ার তথ্য উঠে এসেছে। যুক্তরাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন (এফডিএ) এর রিভিউ অনুযায়ী, ই-সিগারেটের ১৮টি ভিন্ন ধরনের পণ্যের মধ্যে ক্যানসারের জন্য দায়ী রাসায়নিক পাওয়া গেছে।

এই পদক্ষেপের মাধ্যমে সরকার জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর এ পণ্যের প্রবেশ বন্ধ করতে দৃঢ় প্রতিজ্ঞ।