শেখ পরিবারের ৭ সদস্যের ব্যাংক হিসাব তলব

টুইট ডেস্ক: ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর পরিবারের সাত সদস্যের ব্যাংক হিসাবের তথ্য তলব করেছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)।

তলব করা ব্যক্তিদের মধ্যে শেখ হাসিনা, তাঁর বোন শেখ রেহানা, শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদ হোসেন (পুতুল), ছেলে সজীব ওয়াজেদ জয় এবং শেখ রেহানার সন্তান রাদওয়ান মুজিব সিদ্দিক (ববি), টিউলিপ রিজওয়ানা সিদ্দিক ও আজমিনা সিদ্দিক রয়েছেন।

বাংলাদেশ ব্যাংকের বিএফআইইউ চলতি সপ্তাহে দেশের সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কাছে এ-সংক্রান্ত নির্দেশনা পাঠিয়েছে। নির্দেশনায় মানি লন্ডারিং প্রতিরোধ বিধিমালার প্রাসঙ্গিক ধারা প্রযোজ্য হবে বলে উল্লেখ করা হয়েছে।

শেখ হাসিনা ও তাঁর পরিবারের সদস্যরা কোনো ধরনের আর্থিক অপরাধের সঙ্গে জড়িত ছিলেন কি না, তা খতিয়ে দেখতে এই তথ্য চাওয়া হয়েছে। বিএফআইইউর চিঠিতে তলব করা ব্যক্তিদের নাম, জাতীয় পরিচয়পত্র এবং অন্যান্য প্রয়োজনীয় তথ্য অন্তর্ভুক্ত করা হয়েছে।

যুক্তরাজ্যের ক্ষমতাসীন লেবার পার্টির সংসদ সদস্য টিউলিপ সিদ্দিককে নিয়ে ব্রিটিশ গণমাধ্যমে কয়েকটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে। ফিন্যান্সিয়াল টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, টিউলিপ সিদ্দিককে লন্ডনে একটি ফ্ল্যাট উপহার দিয়েছিলেন একজন আবাসন ব্যবসায়ী। ওই ফ্ল্যাটের জন্য তাঁকে কোনো অর্থ পরিশোধ করতে হয়নি।

সানডে টাইমসের প্রতিবেদনে আরও বলা হয়, টিউলিপ সিদ্দিক উত্তর লন্ডনের হ্যাম্পস্টেড এলাকায় একটি ফ্ল্যাটে বসবাস করতেন, যা শেখ হাসিনার এক মিত্র তাঁর বোন আজমিনাকে বিনা মূল্যে দিয়েছিলেন।

অভিযোগের বিষয়ে টিউলিপ সিদ্দিক স্বচ্ছতা নিশ্চিত করতে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর উপদেষ্টা (ইন্ডিপেনডেন্ট অ্যাডভাইজার অব মিনিস্ট্রিয়াল স্ট্যান্ডার্ডস) লাউরি ম্যাগনাসের কাছে চিঠি লিখেছেন।

শেখ হাসিনা বর্তমানে ভারতে অবস্থান করছেন। আর্থিক তদারকি সংস্থার এই পদক্ষেপ শেখ পরিবারের আর্থিক কার্যক্রমের ওপর নজরদারি বৃদ্ধি করেছে।