শেখ হাসিনাসহ ৭৫ জনের পাসপোর্ট বাতিল: প্রধান উপদেষ্টার কার্যালয়
টুইট ডেস্ক: জুলাই গণহত্যার সঙ্গে জড়িত থাকার অভিযোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৭৫ জনের পাসপোর্ট বাতিল করেছে সরকার। মঙ্গলবার বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে অনুষ্ঠিত এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার।
আজাদ মজুমদার জানান, পাসপোর্ট অধিদপ্তর থেকে সরকারের কাছে ৭৫ জনের পাসপোর্ট বাতিলের তালিকা এসেছে।
তবে এ তালিকায় কাদের নাম রয়েছে, সেই বিষয়ে বিস্তারিত কোনো তথ্য দেওয়া হয়নি।
এছাড়া গুম ও হত্যার সঙ্গে জড়িত থাকার অভিযোগে আরও ২২ জনের পাসপোর্ট বাতিল করা হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
ভারত সরকারের সম্পৃক্ততা
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আজাদ মজুমদার জানান, ভারত সরকার এ বিষয়ে অবগত এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের জন্য ট্রাভেল ডকুমেন্ট ইস্যু করা হয়েছে।
তিনি আরও বলেন, “আইনগতভাবে একাধিক পাসপোর্ট রাখার সুযোগ নেই। বাতিল হওয়া পাসপোর্টগুলোর মধ্যে প্রধানত কূটনৈতিক পাসপোর্টই অন্তর্ভুক্ত।”
সরকারের এই সিদ্ধান্ত দেশের রাজনীতি ও কূটনৈতিক মহলে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। তবে এ বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ বা সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রতিক্রিয়া এখনো পাওয়া যায়নি।
সংবাদটি আরও বিস্তারিত জানতে সঙ্গে থাকুন।