টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে অভিযোগ, পদত্যাগের চাপ
বিশ্বডেস্ক: লন্ডনে বিনা মূল্যে ফ্ল্যাট উপহার পাওয়ার অভিযোগে যুক্তরাজ্যের অর্থ ও নগরবিষয়ক মন্ত্রী টিউলিপ সিদ্দিক চাপের মুখে পড়েছেন।
টেলিগ্রাফ ইন্ডিয়ার ৭ জানুয়ারির প্রতিবেদনে বলা হয়েছে, এই অভিযোগের পর টিউলিপকে পদত্যাগ করতে হতে পারে এবং তিনি এখন তদন্তের মুখোমুখি হবেন।
প্রতিবেদনে বলা হয়েছে, টিউলিপ সিদ্দিকের চীন সফরে যাওয়ার পরিকল্পনা ছিল, তবে তাকে এই সফর থেকে ফেরত পাঠানো হয়েছে। এর পরিবর্তে যুক্তরাজ্যে অবস্থান করতে বলা হয়েছে, কারণ তার বিরুদ্ধে ওঠা অভিযোগগুলো তদন্তের প্রয়োজন।
টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে ওঠা অভিযোগের মধ্যে একটি হলো, ২০০৪ সালে লন্ডনের কিংস ক্রস এলাকার কাছে একটি ফ্ল্যাট বিনা মূল্যে পেয়েছেন, যা আবাসন ব্যবসায়ী আবদুল মোতালিফ তাকে উপহার দেন। মোতালিফের সঙ্গে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ নেতাদের সম্পর্ক ছিল বলে জানা গেছে। এছাড়া, সানডে টাইমসের প্রতিবেদনে দাবি করা হয়েছে যে, টিউলিপের বোনকেও লন্ডনের হ্যাম্পস্টেড এলাকায় বিনা মূল্যে একটি ফ্ল্যাট উপহার দেওয়া হয়েছিল, যা মঈন গনি নামের এক আইনজীবী দিয়েছিলেন।
এ বিষয়ে যুক্তরাজ্যের ছায়া স্বরাষ্ট্রমন্ত্রী ক্রিস ফিলিপ মন্তব্য করেছেন যে, টিউলিপ সিদ্দিকের সম্পদ অর্জনের বিস্তারিত প্রকাশ করা উচিত এবং তার পরিবারের সঙ্গে সংশ্লিষ্ট দুর্নীতির বিষয়গুলোও তদন্তের আওতায় আনা প্রয়োজন।
তবে, ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার টিউলিপ সিদ্দিকের প্রতি সমর্থন জানিয়েছেন এবং তার বিরুদ্ধে ওঠা অভিযোগের তদন্ত সুষ্ঠুভাবে হওয়া উচিত বলে মন্তব্য করেছেন। টিউলিপ নিজেও তদন্তের আহ্বান জানিয়েছেন এবং লিখেছেন, “আমি ভুল কিছুই করিনি, তবে সন্দেহ এড়াতে, আমি চাই এই বিষয়গুলো নিয়ে স্বাধীনভাবে সত্যিটা সামনে আনা হোক।”
এদিকে, টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে আরো অভিযোগ রয়েছে যে, তার পরিবার আওয়ামী লীগের সঙ্গে সম্পর্কিত বেশ কয়েকটি ফ্ল্যাটে বসবাস করছে। এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে টিউলিপের পদত্যাগের দাবী আরও জোরালো হয়েছে।
এ বিষয়ে তদন্তের ফলাফল এবং ভবিষ্যতের পদক্ষেপ নিয়ে আরো তৎপরতা দেখা যাবে, তবে টিউলিপের পক্ষ থেকে মামলার সুষ্ঠু সমাধান চান তিনি।