বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণের ফয়সালা ২০২৫ সালে: গোলাম পরওয়ার

টুইট ডেস্ক : বাংলাদেশে ২০২৫ সালে রাজনৈতিক এবং সামাজিক পরিবর্তন নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসবে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামী’র সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

তিনি বলেছেন, ২০২৫ সালেই নির্ধারিত হবে, বাংলাদেশ ফ্যাসিবাদের কবলে পড়বে নাকি কল্যাণ রাষ্ট্র হওয়ার পথ তৈরি হবে।

৭ জানুয়ারি, মঙ্গলবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে জেলা পর্যায়ের ইমাম ও খতিবদের সম্মেলনে তিনি এ কথা বলেন। গোলাম পরওয়ার বলেন, “২০২৫ সাল বাংলাদেশের সমাজ, রাজনীতি ও দ্বীনি আন্দোলনের জন্য টার্নিং পয়েন্ট হতে যাচ্ছে। এই বছরেই আমাদের সামনে দাঁড়িয়ে থাকবে দুটি পথ-একদিকে নতুন নৈরাজ্য বা পেছনের দিকে ধাবিত হওয়ার সম্ভাবনা, অন্যদিকে একটি কল্যাণ রাষ্ট্রের পথে যাত্রা শুরু হবে।”

তিনি আরও জানান, জাতি একটি নতুন বাংলাদেশ গড়ার দিকে তাকিয়ে রয়েছে, আর এই স্বপ্ন পূরণের জন্য আগামী বছরগুলো গুরুত্বপূর্ণ। মিয়া গোলাম পরওয়ার বলেন, জামায়াতে ইসলামী জাতির স্বপ্নের দিকে এগিয়ে যেতে একটি অবাধ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে জনগণের নির্বাচিত প্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তরের প্রয়োজনীয়তা তুলে ধরেন। তার মতে, এই নির্বাচনের মাধ্যমে মানুষের অধিকার প্রতিষ্ঠিত হবে এবং শেষপর্যন্ত বাংলাদেশ কল্যাণ রাষ্ট্রে পরিণত হবে, যার ভিত্তি হবে কুরআন।

এ সময় তিনি ইসলামি বক্তাদের অনুরোধ জানান, অনলাইনে প্রচলিত চটকদার ওয়াজ মাহফিলগুলোর মাধ্যমে ইসলামের গুরুত্ব কমে যাচ্ছে, এজন্য ইসলামি বক্তাদের সচেতন হতে হবে।

মিয়া গোলাম পরওয়ারের বক্তব্য অনুযায়ী, ২০২৫ সালে বাংলাদেশ কোথায় দাঁড়িয়ে থাকবে, তা দেশের ভবিষ্যতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।