আজ বায়ুদূষণে তৃতীয় ঢাকা

টুইট ডেস্ক: জলবায়ু পরিবর্তন ও নানা কারণে বিশ্বজুড়ে বাড়ছে বায়ুদূষণ।

মঙ্গলবার (৭ জানুয়ারি) সকাল ১০টায় আইকিউএয়ারের তথ্যমতে, ২১৪ একিউআই স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে ঢাকা। শীর্ষে ভিয়েতনামের হ্যানয় (২৬১) ও দ্বিতীয় স্থানে ভারতের দিল্লি (২২৮)।

একিউআই স্কোর ২০১-৩০০ ‘খুব অস্বাস্থ্যকর’ এবং ৩০১-৪০০ ‘ঝুঁকিপূর্ণ’ হিসেবে বিবেচিত। এ অবস্থায় বিশেষত শিশু, প্রবীণ ও অসুস্থদের ঘরে থাকার পরামর্শ দেওয়া হয়।