`বাংলাদেশি নারীর বিনিময়ে গরু আসে ভারত থেকে`

টুইট ডেস্ক: বাংলাদেশে দীর্ঘদিন থেকে সংঘবদ্ধ পাচারচক্র অনেক তরুণীকে চাকরি দেওয়াসহ নানা প্রলোভনের ফাঁদে ফেলে ভারতে পাচার করে আসছে। পাচারের ক্ষেত্রে আর্থিক অসঙ্গতি রয়েছে,এমন পরিবারের মেয়েকেই টার্গেট করে থাকে পাচারকারীরা।

সম্প্রতি বাংলাদেশের একটি বেসরকারী গণমাধ্যমে উঠে আসে পাচারের নতুন চাঞ্চল্যকর তথ্য।পাচার করার নতুন কৌশল হিসাবে উঠে এসেছে গবাদিপশু গরুর নাম।

তথ্য বলছে অনেক পাচারকারীরা নারীকে ভারতে পাচারে করে বিনিময়ে সেখান থেকে গরু নিয়ে আসেন।

প্রতিবেদন আরো বলছে, রাজধানীর মগবাজার এলাকার দুই বান্ধবী মরিয়ম (ছদ্মনাম) ও মুক্তার (ছদ্মনাম) ক্ষেত্রেও একই ঘটনা ঘটে। পাচারকারীরা মূলত এসব তরুণীর আর্থিক দুর্বলতার বিষয়টিকে কাজে লাগাচ্ছে।