চার শিক্ষা বোর্ডে নতুন চেয়ারম্যান

টুইট ডেস্ক: দেশের চারটি শিক্ষা বোর্ডে নতুন চেয়ারম্যান নিয়োগ দিয়েছে অন্তর্বর্তী সরকার। বোর্ডগুলো হলো সিলেট, রাজশাহী, যশোর এবং ময়মনসিংহ।

শনিবার (৪ জানুয়ারি) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব মাহবুব আলম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ নিয়োগের তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে :

১. রাজশাহী শিক্ষা বোর্ডে নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন অধ্যাপক আ ন ম মোফাখখারুল ইসলাম।
২. যশোর শিক্ষা বোর্ডে চেয়ারম্যান পদে নিয়োগ পেয়েছেন অধ্যাপক খোন্দকার কামাল হাসান।
৩. সিলেট শিক্ষা বোর্ডে চেয়ারম্যান হয়েছেন অধ্যাপক মো. শামছুল ইসলাম।
৪. ময়মনসিংহ শিক্ষা বোর্ডের নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিয়েছেন অধ্যাপক মো. শহীদুল্লাহ।

এর আগে, গত ১ জানুয়ারি এই চার শিক্ষা বোর্ডের চেয়ারম্যানদের দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছিল। মাত্র তিন দিনের মধ্যেই নতুন চেয়ারম্যান নিয়োগ দেওয়া হলো।