রাজশাহীতে তারেক রহমানের নামে ১০ হাজার কম্বল বিতরণ

নিজস্ব প্রতিবেদক : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে রাজশাহীর গোদাগাড়ী ও তানোর উপজেলায় শীতার্থ মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

গোদাগাড়ী উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য এডভোকেট সুলতানুল ইসলাম তারেকের উদ্যোগে গরিব, অসহায় ও দুঃস্থ মানুষের মাঝে এ কম্বল বিতরণ করা হয়। এক সপ্তাহ ধরে দুই উপজেলার ইউনিয়ন পর্যায় থেকে প্রায় ১০ হাজার কম্বল শীতার্থ মানুষের হাতে তুলে দেওয়া হয়েছে।

এর অংশ হিসেবে সর্বশেষ রাজশাহীর তানোর উপজেলা কলমা ইউনিয়নের দরগাডাঙা বালিকা বিদ্যালয় মাঠে কম্বল বিতরণের আয়োজন করা হয়। এখানে এডভোকেট সুলতানুল ইসলাম তারেকের পক্ষে উপস্থিত থেকে শীতার্থ মানুষের হাতে কম্বল তুলে দেন তার ছোট ভাই এবং বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের পরিচালক ও রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের পরিচালক সাইফুল ইসলাম হীরক।

এ সময় উপস্থিত ছিলেন, তানোর উপজেলা বিএনপির সদস্য সচিব শামসুল আলম, উপজেলা তাঁতি দলের সভাপতি বড়দের আলী, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আতিকুর রহমান আতিক, মাহফুজ আহমেদ, তানোর পৌরসভা যুবদলের আহবায়ক সাইদুর রহমান, উপজেলা সেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক গাফফার আলী, কমলা ইউনিয়ন বিএনপির ২ নং ওয়ার্ড সভাপতি ওবায়দুর রহমান এবং স্থানীয় বিএনপি নেতা খলিলুর রহমান ও জামাল উদ্দিন প্রমূখ।

কম্বল বিতরণকালে সাইফুল ইসলাম হীরক বলেন, গরিব, অসহায় ও দুঃস্থ মানুষ যেন শীতে কষ্ট না পায় সে জন্য তাদের পাশে দাঁড়াতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্দেশনা দিয়েছেন। সে নির্দেশনা অনুযায়ী বিএনপি নেতা এডভোকেট সুলতানুল ইসলাম তারেকের উদ্যোগে কম্বল বিতরণ করা হয়েছে। দুই উপজেলায় ১০ হাজার কম্বল বিতরণ করা হয়েছে বলেও তিনি জানান।