বিপিএল টিকিট না পেয়ে কাউন্টারে ভা’ঙচুর-অ’গ্নিসংযোগ
টুইট ডেস্ক: মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আজ মুখোমুখি হচ্ছে ঢাকা ক্যাপিটালস–দুর্বার রাজশাহী এবং ফরচুন বরিশাল-রংপুর রাইডার্স। তবে টিকিট না পেয়ে কাউন্টারে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে বিক্ষুব্ধ সমর্থকরা।
আজ বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের সুইমিংপুল সংলগ্ন ৫ নম্বর গেটের টিকিট বুথে আগুন লাগানোর ঘটনা ঘটে।
স্টেডিয়াম কর্তৃপক্ষ বলছে, বিপিএলের টিকিট না পাওয়ার ক্ষোভ থেকে উৎসুক জনতা বুথে আগুন দিয়েছে এবং ভাঙচুর চালিয়েছে।
জানা যায়, সকাল থেকে টিকিটের জন্য আগে থেকে নির্ধারিত মিরপুরের সুইমিং কমপ্লেক্সে অপেক্ষা করছিলেন দর্শকরা। অনলাইনের পাশাপাশি সেখানেই বুথে টিকিটের ব্যবস্থা করেছিল বিসিবি। তবে সাড়ে এগারোটা নাগাদ বাঁশের বেড়া ধাক্কাতে থাকেন দর্শকরা। পরে গেট ভেঙে ভেতরে প্রবেশ করে বুথে ভাঙচুর চালান দর্শকরা।
এক পর্যায়ে সেখানে আগুন দেয় বিক্ষুব্ধরা। পরবর্তীতে আগুন নিয়ন্ত্রণ আনেন ফায়ার সার্ভিস।
এ ঘটনার পর ওই এলাকাটি নিরাপত্তার চাদরে ঘিরে ফেলেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। বর্তমানে পুলিশের পাশাপাশি সেখানের সেনাবাহিনী ও র্যাব মোতায়েন রয়েছে।