নাটোরে এমপির পেট্রোল পাম্পে রাখা ৩ বাসে আগুন, রাজশাহীতে পুড়ল ট্রাক

রাজশাহীর কাজলা এলাকায় পেট্রোল বোমা ছুঁড়ে ট্রাকে আগুন দেয় দুর্বৃত্তরা।

নিজস্ব প্রতিবেদক : বিএনপি-জামায়াতের অবরোধের মধ্যে নাটোর-৪ (বড়াইগ্রাম-গুরুদাসপুর) আসনের সংসদ সদস্য সিদ্দিকুর রহমান পাটোয়ারীর পেট্রোল পাম্পে রাখা তিনটি বাস আগুনে পুড়েছে। সোমবার ভোরে বড়াইগ্রাম উপজেলার মহিষভাঙ্গা এলাকায় বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের পাশে এ ঘটনা ঘটে। এছাড়ও গভীর রাতে রাজশাহীতে পেট্রোল বোমা ছুঁড়ে একটি ট্রাকে আগুন দেয় দুর্বৃত্তরা।

বড়াইগ্রাম থানার ওসি শফিউল আজম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করেছে। ঘটনাটি নাশকতা বলে মনে হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে পুলিশ মাঠে কাজ করছে।

নাটোর-৪ (বড়াইগ্রাম-গুরুদাসপুর) আসনের সংসদ সদস্য সিদ্দিকুর রহমান পাটোয়ারীর পেট্রোল পাম্পে রাখা তিনটি বাস আগুনে পুড়েছে।

পাটোয়ারী পেট্রোল পাম্পের রাতের পালায় দায়িত্বে থাকা কর্মচারী নাজমুল হোসেন জানান, রাতে সংসদ সদস্য সিদ্দিকুর রহমান পাটোয়ারীর মালিকানাধীন পাটোয়ারী পেট্রোল পাম্পে বিভিন্ন কোম্পানির অন্তত ২০টি বাস রাখা হয়েছিল। এর মধ্যে জিএম পরিবহনের একটি বাস ভোর সোয়া চারটার দিকে শ্রমিকেরা বের করে নিয়ে যান। এর পরপরই পেছনের দিকে রাখা জিএম পরিবহনের অন্য একটি বাস থেকে ধোঁয়া বের হতে দেখেন পাম্পের কর্মীরা। তারা বাসটির কাছে পৌঁছানোর আগেই দাউ দাউ করে আগুন জ্বলে ওঠে। তখন তারা বনপাড়া ফায়ার সার্ভিসকে খবর দেন। ফায়ার সার্ভিসের লোকজন আসার আগেই তিনটি বাস পুড়ে যায়।

এদিকে, অবরোধের মধ্যে রাজশাহীতে আবারও গভীর রাতে পেট্রোল বোমা ছুঁড়ে ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। রোববার রাত সোয়া ২টার দিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের পাশে পাটকাঠি ভর্তি চলন্ত ট্রাকে আগুন দেয় তারা। এতে ট্রাকটি পুড়ে গেছে।

নাটোর-৪ (বড়াইগ্রাম-গুরুদাসপুর) আসনের সংসদ সদস্য সিদ্দিকুর রহমান পাটোয়ারীর পেট্রোল পাম্পে রাখা তিনটি বাস আগুনে পুড়েছে।

মতিহার থানার ওসি রুহুল আমিন জানান, পাটকাঠি নিয়ে ট্রাকটি বাগমারা যাচ্ছিলো। রাস্তার সংস্কার কাজ চলমান থাকায় ট্রাকটি ধীর গতিতে চলে। এসময় দৃর্বৃত্তরা পেট্রোল বোমা মেরে ট্রাকের পাটকাঠিতে আগুন দিয়ে পালিয়ে যায়। ধারণা করা হচ্ছে অবরোধ সমর্থনকারিরা এই ঘটনা ঘটিয়েছে।

ওসি বলেন, খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এর আগেই পুরো ট্রাকটি পুড়ে যায়। এ ঘটনায় জড়িতদের কাউকে এখনো সনাক্ত বা গ্রেপ্তার করা যায়নি। পুলিশ এনিয়ে কাজ করছেন বলেও জানান ওসি রুহুল আমিন।