পাকিস্তানে যেন অবসরের হিড়িক, আরও এক পেসারের বিদায়
টুইট ডেস্ক : পাকিস্তান ক্রিকেট সবসময়ই নাটকীয়তায় ভরপুর। বারবার পিসিবিতে রদবদল, কোচ ও অধিনায়ক পরিবর্তনে তাদের জুড়ি নেই। এবার দেশটির ক্রিকেটে অবসরের হিড়িক লেগেছে।
মাত্র ৪৮ ঘণ্টার মাঝেই তিন ক্রিকেটার অবসরের ঘোষণা দিয়েছেন। ইমাদ ওয়াসিমকে দিয়ে শুরু, এরপর মোহাম্মদ আমিরও দ্বিতীয় দফায় আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বললেন। সর্বশেষ সেই তালিকায় যুক্ত হলেন পেসার মোহাম্মদ ইরফান।
শনিবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলে দেওয়া এক টুইটে তিনি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। প্রায় ৫ বছর জাতীয় দলের বাইরে রয়েছেন ৪২ বছর বয়সী এই পেসার। ফলে স্বভাবতই আন্তর্জাতিক ক্রিকেটে তিনি থেকেও নেই। ফলে পাকিস্তানের জার্সিতে তিন ফরম্যাটে ৮৬ ম্যাচ খেলা ইরফান ক্রিকেটকে বিদায়ের পথেই হাঁটলেন।
অবসরের ঘোষণা দিয়ে ৭ ফুট ১ ইঞ্চি উচ্চতার এই ক্রিকেটার লিখেছেন, ‘আমি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছি। আমি আমার সতীর্থ, কোচসহ সবাইকে কৃতজ্ঞতা জানাতে চাই- যারা আমাকে ভালোবাসা, সমর্থন ও অবিস্মরণীয় স্মৃতি উপহার দিয়েছেন। যে খেলাটি আমাকে সবকিছু দিয়েছে, তাতে আমার সমর্থন ও উদযাপন অব্যাহত থাকবে।’
এর আগে পাকিস্তানের জার্সিতে ইরফানের আন্তর্জাতিক অভিষেক হয় ২০১০ সালে, ইংল্যান্ডের বিপক্ষে। এরপর থেকে ২০১৯ সালের নভেম্বর পর্যন্ত তিনি ৪টি টেস্ট, ৬০ ওয়ানডে ও ২২টি টি-টোয়েন্টি খেলেছেন। সবমিলিয়ে ৮৬ ম্যাচে তার উইকেট ১০৯টি। তবে ইরফান বেশ ঝলক দেখিয়েছেন ২০১২-১৩ মৌসুমের ভারত সফরে। যেখানে তার বলে ভারতীয় বাঘা-বাঘা ব্যাটাররা খাবি খেয়েছেন।
এর আগে শনিবার আরও দুই ক্রিকেটারের অবসরের বিষয়টি নিশ্চিত করে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। পিসিবির বিজ্ঞপ্তিতে ৩২ বছর বয়সী পেসার আমির জানান, ‘সব ফরম্যাটে পাকিস্তানের প্রতিনিধিত্ব করাটা অনেক সম্মানের। এটি (অবসর গ্রহণ) কঠিন সিদ্ধান্ত, কিন্তু আমি মনে করি পরবর্তী প্রজন্মের হাতে দায়িত্ব ছেড়ে দেওয়া এবং পাকিস্তান ক্রিকেটকে নতুন উচ্চতায় নেওয়ার এটাই সঠিক সময়। আন্তর্জাতিক ক্যারিয়ারে পিসিবি ও পাকিস্তানি সমর্থকদের পাশে থাকার জন্য কৃতজ্ঞতা।’
এর আগে অবসরের ঘোষণায় ইমাদ বলেন, ‘অনেক চিন্তা-ভাবনার পর আমি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছি। পাকিস্তানকে বৈশ্বিক আসরে প্রতিনিধিত্ব করা আমার জীবনের বড় গর্বের বিষয় এবং প্রতিবারই সবুজ জার্সি গায়ে জড়ানোর অনুভূতি চিরস্মরণীয়।
যখন এই অধ্যায়ের সমাপ্তি হওয়ায় আমি আমার ঘরোয়া ও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের দিকে মনোযোগী হতে চাই। যেখানে নতুন নতুন পন্থায় আপনাদের বিনোদিত করতে পারব বলে প্রত্যাশা করছি।’
ইমাদ-আমির দুজনেই পাকিস্তানের ২০১৭ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিজয়ী দলের সদস্য। ২০০৯ সালের জুনে আন্তর্জাতিক অভিষেক হওয়ার পর পাকিস্তানের হয়ে ৩৬ টেস্ট, ৬১ ওয়ানডে ও ৬২টি টি-টোয়েন্টি খেলেছেন। তিন ফরম্যাটে ২৭১ উইকেট এবং ব্যাট হাতে ১১৭৯ রান করেন আমির।
অন্যদিকে আন্তর্জাতিক ক্যারিয়ারে পাকিস্তানের জার্সিতে ৫৫টি ওয়ানডে ও ৭৫টি টি-টোয়েন্টি খেলেছেন ইমাদ ওয়াসিম। টি-টোয়েন্টিতে ৭৩টি উইকেট ও ৫৫৪ রান এবং ওয়ানডেতে ৪৪ উইকেট ও ৪২.৮৬ গড়ে ৯৮৬ রানও আছে তার।