সর্বশেষ ছয়টি নির্বাচনে কোন দল কত আসন পেয়েছিল

ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক : নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী ২০২৪ সালের ৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। স্বাধীনতার পর ১৯৭৩ সালে দেশে প্রথম জাতীয় সংসদ নির্বাচন বা সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। এর পর ১৯৭৯, ১৯৮৬, ১৯৮৮ সালে দেশে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

তবে গণতান্ত্রিক নির্বাচন শুরু হয় ১৯৯১ সাল থেকে। ১৯৯১ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত বাংলাদেশে যেসব সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে তার ফলাফল সম্পর্কে আগ্রহ রয়েছে অনেকের। ছয়টি সংসদ নির্বাচনের ফলাফল নিচে তুলে ধরা হল।

সর্বশেষ নির্বাচন অনুষ্ঠিত হয় ২০১৮ সালে। এ নির্বাচনে আওয়ামী লীগ পেয়েছে ২৫৭টি আসন। এছাড়াও জাতীয় পাটি ২২টি, বিএনপি ৬টি ও অন্যান্য দল পেয়েছিল ১৩টি আসন।

২০১৪ সালের নির্বাচনে আওয়ামী লীগ জিতেছিল ২৩৪ আসনে। এছাড়া এ নির্বাচনে জাতীয় পার্টি ৩৪টি এবং অন্যান্য দলগুলো পেয়েছিল ৩২টি আসন। এ নির্বাচনে অংশ নেয়নি বিএনপি।

২০০৮ সালে তত্বাবধায়ক সরকারের নির্বাচনে আওয়ামী লীগ জিতেছিল ২৩০টি আসনে। আর বিএনপি ৩০, জাতীয় পার্টি ২৭ এবং অন্যান্য দলগুলো থেকে জিতেছিল ১৩ আসনে।

এর আগে নির্বাচন অনুষ্ঠিত হয় ২০০১ সালে। ওই নির্বাচনে ১৯৩ আসনে জিতেছিল বিএনপি। আর আওয়ামী লীগ পেয়েছিল ৬২ আসন। এছাড়াও জাতীয় পার্টি ১৪ এবং অন্যান্য দল থেকে এমপি নির্বাচিত হন ২৯ জন।

১৯৯৬ সালের নির্বাচনে আওয়ামী লীগ পেয়েছিল ১৪৬টি আসন। আর বিএনপি জিতেছিল ১১৬ আসনে। এছাড়া ওই নির্বাচনে জাতীয় পার্টি ৩৩ ও অন্যান্য দল থেকে জিতেছিল ৬টি আসনে।

দেশে প্রথম তত্ববধায়ক সরকারের অধিনে নির্বাচন অনুষ্ঠিত হয় ১৯৯১ সালে। এ নির্বাচনে বিএনপি ১৪০, আওয়ামী লীগ ৮৮, জাতীয় পার্টি ৩৫ ও অন্যান্য দল পায় ২৭টি আসন।