ব্যাংকে কমেছে কোটিপতি আমানতকারীর সংখ্যা

টুইট ডেস্ক: রাজনৈতিক পট পরিবর্তনের পর ব্যাংকে কোটিপতিদের আমানত দৃশ্যমান হারে কমেছে। ঋণ প্রবাহও প্রত্যাশিত হারে বাড়েনি। কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদন বলছে, চলতি বছরের জুনের তুলনায় সেপ্টেম্বরে ব্যাংকে কোটিপতি আমানতকারীর সংখ্যাও কমেছে দেড় হাজার জনেরও অধিক।
গত ৫ আগস্টের পর ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের মন্ত্রী-এমপিসহ অনেক নেতাকর্মী, ঘনিষ্ঠ ব্যবসায়ী ও আমলারা দেশ ত্যাগের আগে ব্যাংক থেকে মোটা অঙ্কের নগদ অর্থ তুলে নেন। অবশ্য দুর্নীতির দায়ে অনেকেরই ব্যাংক হিসাব জব্দ করা ছিল।
এদিকে, ব্যাংকগুলোতে ঋণ আদায়ও কমেছে। প্রতিবেদন বলছে, জুনে ব্যাংকে আমানত ছিল ১৮ লাখ ৩৯ হাজার কোটি টাকা। সেপ্টেম্বরে তা কমে দাঁড়িয়েছে ১৮ লাখ ২৫ হাজার কোটিতে।
একই সময়ে শহরে আমানত কমেছে দশমিক ৭৪ শতাংশ এবং গ্রামে কমেছে দশমিক ৭০ শতাংশ। আগে মোট আমানতে গ্রামের অবদান ছিল ১৮ শতাংশ, এখন দাঁড়িয়েছে সাড়ে ১৫ শতাংশে। আর্থিক প্রতিষ্ঠানেও আমানত প্রবাহও কমেছে।
উল্লেখ্য, জুনে কোটিপতি আমানতকারী ছিলেন ১ লাখ ১৮ হাজার ৭৮৪ জন। সেপ্টেম্বরে সেটি সংখ্যার বিচারে কমেছে ১ হাজার ৬৫৭ জন।






