ঢাকা চায় ভিসা বৃদ্ধি করুক ভারত, আনন্দবাজারের দাবি
টুইট ডেস্ক: গতকাল সোমবার (৯ ডিসেম্বর) সক্ষিপ্ত সফরে ঢাকায় আসেন ভারতের বিদেশসচিব বিক্রম মিশ্রী। ভারত ও বাংলাদেশের বিদেশসচিব পর্যায়ের বৈঠক, প্রধান উপদেষ্টা এবং পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
মঙ্গলবার (১০ ডিসেম্বর) কলকাতার দৈনিক আনন্দবাজার অনলাইন এ বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে। তাতে তারা দাবি করেছেন,
বিক্রম মিশ্রীর এই সফরের পর ঢাকার আশা, এবার বাংলাদেশিদের জন্য ভিসা বৃদ্ধিতে পদক্ষেপ করবে ভারত।
আনন্দবাজার জানায়, ভারতের বিদেশসচিব নিজেও বৈঠকে এ বিষয়ে ইতিবাচক পদক্ষেপের আশ্বাস দিয়েছেন বলে দাবি তদারকি সরকারের অন্যতম উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
মিস্রী-ইউনূস বৈঠকের পর বাংলাদেশের রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন অন্তর্বর্তী সরকারের পরিবেশ, বন ও জলবায়ু উপদেষ্টা সৈয়দা। বাংলাদেশের সরকারি সংবাদ সংস্থা ‘বাসস’ অনুযায়ী তিনি বলেন, “বিক্রম মিস্রী আশ্বস্ত করেছেন যে বাংলাদেশি নাগরিকদের জন্য ভারতীয় ভিসার সংখ্যা বাড়ানোর পদক্ষেপ নেওয়া হবে।” ভারত-বাংলাদেশ দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও মজবুত করার বিষয়ে আলোচনা হয়েছে বলেও জানান সৈয়দা।
শেখ হাসিনার আওয়ামী লীগের সরকারের পতনের সময়ে বাংলাদেশে এক উত্তাল পরিস্থিতি তৈরি হয়। ওই সময়ে সাময়িক ভাবে বাংলাদেশে ভারতীয় দূতাবাস থেকে ভিসা দেওয়া বন্ধ রাখা হয় কিছু দিনের জন্য।
যদিও হাসিনার সরকারের পতনের এক সপ্তাহ পরেই ঢাকায় ভারতীয় দূতাবাস থেকে আবার বাংলাদেশিদের ভিসা দেওয়া শুরু হয়। তবে সীমিত ভাবে সেই কাজ চালু রয়েছে। বাংলাদেশ থেকে চিকিৎসার জন্য অনেকে এ দেশে আসেন। আপৎকালীন এবং চিকিৎসার প্রয়োজনে যাঁদের ভিসা প্রয়োজন, তাঁদের ক্ষেত্রে অবশ্য কোনও সমস্যা তৈরি হয়নি।
গত সেপ্টেম্বর মাসে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানান, আপাতত বাংলাদেশিদের চিকিৎসার এবং জরুরি প্রয়োজনে ভিসা দেওয়া হচ্ছে। যখন বাংলাদেশের পরিস্থিতি স্বাভাবিক হবে, তখন পূর্ণমাত্রায় কাজ শুরু হবে এবং ভিসা প্রদানও স্বাভাবিক হবে।