আজ থেকে ফের ৪৮ ঘণ্টার অবরোধ
টুইট ডেস্ক : সরকারের পদত্যাগ ও তত্ত্বাবধায়ক সরকারের এক দফা আদায়ের লক্ষ্যে আজ রবিবার ভোর ৬টা থেকে মঙ্গলবার ভোর ৬টা পর্যন্ত ৪৮ ঘণ্টা সর্বাত্মক অবরোধ পালন করবে বিএনপি। পাশাপাশি জামায়াতে ইসলামীও আলাদাভাবে ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি দিয়েছে। বিএনপির যুগপৎ আন্দোলনের শরিক গণতন্ত্র মঞ্চ, ১২ দলীয় জোট, জাতীয়তাবাদী সমমনা জোট, গণতান্ত্রিক বাম ঐক্য, এলডিপি, লেবার পার্টিসহ সমমনা দলগুলোও পৃথকভাবে এই ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি পালন করবে বলে জানা গেছে।
“হরতাল-অবরোধে ক্ষুদ্র ব্যবসায়ী, দিনমজুর এবং এসএমই খাত সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে , সরবরাহ ব্যবস্থা বিপর্যস্ত হয়ে পড়েছে, যা ইতোমধ্যে সংকটজনক অর্থনৈতিক সময়ে আমদানিকারক এবং রপ্তানিকারক উভয়কেই ক্ষতিগ্রস্ত করছে। শিশু ও যুবকদের শিক্ষা কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।” সাম্প্রতিক বক্তব্য, মাননীয় প্রধানমন্ত্রীর আইসিটি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়।
গতকাল বিকালে এক ভার্চুয়াল ব্রিফিংয়ে দলের পক্ষ থেকে অবরোধ কর্মসূচি সফল করার জন্য বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী আহ্বান জানিয়েছেন। রিজভী বলেন, আওয়ামী সরকারের পদত্যাগ ও নির্বাচনকালীন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার পুনঃপ্রতিষ্ঠার দাবিতে, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসা এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ সব বিএনপি নেতাকর্মীর মুক্তিসহ এক দফা দাবি আদায়ের লক্ষ্যে এবং অবৈধ তপসিল ঘোষণার প্রতিবাদে আজ রবিবার ভোর ৬টা হতে মঙ্গলবার ভোর ৬টা পর্যন্ত বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির উদ্যোগে রাজপথ, রেলপথ ও নৌপথে অবরোধ ৪৮ ঘণ্টা সর্বাত্মক অবরোধ কর্মসূচি সফল করার আহ্বান জানাচ্ছি। এ নিয়ে বিএনপি-জামায়াত সপ্তম দফায় অবরোধ পালন করতে যাচ্ছে।