হানি সিংয়ের জীবন নিয়ে তৈরি হচ্ছে তথ্যচিত্র
বিনোদন ডেস্ক : পরবর্তী তথ্যচিত্রের ঘোষণা করলো জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্স। ‘দ্য রোশনস’-এরপর এবার ‘মিউজিক ইন্ডাস্ট্রির মুখ বদলে দেওয়া কিংবদন্তি’কে নিয়ে তৈরি হবে ছবি। সেই ব্যক্তির নাম হানি সিং।
তথ্যচিত্রের নাম রাখা হয়েছে ‘ইয়ো ইয়ো হানি সিং ফেমাস’। প্রযোজনা করবেন অস্কারজয়ী ‘শিক্ষা এন্টারটেনমেন্ট’। মোজেজ সিংয়ের পরিচালনায় এই ছবি জনপ্রিয় গায়ক ও ব়্যাপারের জীবনের চড়াই-উতরাইয়ের গল্প বলবে। পেশাগত জীবনে উত্থান, কামব্যাক করতে গিয়ে নানা চ্যালেঞ্জ, সব কথাই বলবে এই সিনেমা।
সম্প্রতি জনপ্রিয় এই ওটিটি প্ল্যাটফর্মের অফিসিয়াল সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে সিনেমার পোস্টারের সঙ্গে মুক্তির তারিখ ঘোষণা করা হয়। পোস্টারে দেখা যায়, মাইক্রোফোনের সামনে দাঁড়িয়ে হানি সিং।
ক্যাপশনে লেখা হয়, ‘যে নাম আপনাদের চেনা, কিন্তু গল্প অজানা। সেই কিংবদন্তির উত্থানের গল্প জানুন যিনি ভারতীয় সংগীতের মুখ চিরতরে বদলে দিয়েছিলেন। দেখুন ইয়ো ইয়ো হানি সিং: ফেমাস, নেটফ্লিক্সে ২০ ডিসেম্বরে।’
এই ঘোষণায় স্বভাবতই উচ্ছ্বসিত অনুরাগীরা। এক অনুরাগী লেখেন, ‘অবশেষে আসছে।’ অন্য একজন লেখেন, ‘বিশাল ব্যাপার হতে চলেছে’। আরও একজন লেখেন, ‘এই প্রথম আমি নেটফ্লিক্সের সাবস্ক্রিপশন নেবো, শুধুমাত্র হানি সিংয়ের জন্য়।’ উৎসাহিত ছবির পরিচালক ও প্রযোজনা সংস্থাও।