অবসর প্রসঙ্গে মুখ খুললেন অ্যাপলের সিইও টিম কুক
টুইট ডেস্ক: ২০১১ সাল থেকে মার্কিন টেক জায়ান্ট কোম্পানি অ্যাপলের প্রধান নির্বাহী হিসেবে দায়িত্ব পালন করে আসছেন টিম কুক। গুঞ্জন উঠেছে, প্রতিষ্ঠানটি থেকে অবসর নিতে চলেছেন তিনি! বিষয়টি যদিও গুঞ্জনের মাঝেই থাকল। কারণ স্বয়ং টিম কুকই জানিয়েছেন, প্রতিষ্ঠানটি থেকে অবসর নেওয়ার বিষয়টি নির্ভর করছে তার একান্ত সিদ্ধান্তের ওপর।
সম্প্রতি এক সাক্ষাৎকারে এমনটিই জানালেন কুক। সঙ্গে এও বলেছেন, যতক্ষণ না তিনি নিজে অনুভব করছেন তার ছাড়ার সময় এসেছে, তিনি সরবেন না।
টিম কুকের কথায়, ‘ইদানীং আগের থেকে অনেক বেশি করে অবসর নিয়ে আমাকে প্রশ্ন করা হচ্ছে। আমি এই জায়গাটা ভালোবাসি। এখানে থাকাটা সারাজীবনের একটা সৌভাগ্যের ব্যাপার, এবং আমি এটা চালিয়ে যাব যতক্ষণ না আমার মাথার ভিতরের কণ্ঠস্বর বলে ওঠে, ‘সময় হয়েছে।’ তারপর বরং পরবর্তী অধ্যায়টি কেমন হবে সেদিকে ফোকাস করব।’
টিম কুক দীর্ঘ ১৩ বছর ধরে অ্যাপলের সিইও হিসেবে কাজ করলেও প্রতিষ্ঠানটির সঙ্গে যুক্ত রয়েছেন সব মিলিয়ে ২৬ বছর। সিইও পদের আগে তিনি ছিলেন অ্যাপলের চিফ অপারেটিং অফিসার।
সেই স্মৃতি টেনে বেশ আবেগপ্রবণ হয়ে পড়েন টিম কুক। বলেন, ‘এটা আমার পক্ষে কল্পনা করা সত্যিই কঠিন যে অ্যাপল ছাড়া আমার জীবনটা কেমন হবে। সেই ১৯৯৮ সাল থেকে এই সংস্থার সঙ্গে জড়িয়ে রয়েছি।’
উল্লেখ্য, অ্যাপলে যুক্ত হওয়ার আগে ১২ বছর আইবিএমে চাকরি করেছেন টিম। কিন্তু অ্যাপলের জন্যই সারা পৃথিবীর মানুষের কাছে জনপ্রিয় হয়ে ওঠে তিনি।