জাতীয় পার্টির ৩০০ আসনের প্রার্থী ঘোষণা সোমবার
টুইট ডেস্ক : জাতীয় পার্টির মনোনয়ন প্রত্যাশীদের দ্বিতীয় দিনের সাক্ষাৎকার শেষ হয়েছে। সোমবার (২৭ নভেম্বর) দলটি ৩০০ আসনের চূড়ান্ত প্রার্থী তালিকা দেবে বলে দলীয় সূত্রে জানা গেছে। শনিবার (২৫ নভেম্বর) খুলনা, সিলেট এবং বরিশাল বিভাগের মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার নেয়া হয়েছে।
এদিকে দলটির মহাসচিব মুজিবুল হক চুন্নু বলেন, এবার সম্ভাব্য প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে নিজ নিজ এলাকায় জনপ্রিয়তার বিষয়টি বিবেচনা করা হচ্ছে। তিনি দাবি করেন, দলে কোনো বিভেদ নেই। রওশন এরশাদের তিনটি আসনের জন্য মনোনয়ন সংগ্রহের কথা রয়েছে।
তিনি আরও জানান, সবকিছু ঠিক থাকলে, যাচাই বাছাই শেষে আগামী সোমবার (২৭ নভেম্বর) ৩০০ আসনে চূড়ান্ত প্রার্থীর তালিকা প্রকাশ করবে জাতীয় পার্টি। প্রতিটি মনোনয়ন ফরম বিক্রি হয়েছে ৩০ হাজার টাকায়। পাশাপাশি দলটির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সর্বস্তরের নেতাদের বকেয়া মাসিক চাঁদা পরিশোধ করে মনোনয়ন ফরম সংগ্রহ করতে হয়েছে।
এদিকে ঢাকা-১৭ ও রংপুর-৩ আসন থেকে মনোনয়ন ফরম তুলেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের।
এর আগে ১৮ নভেম্বর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে নির্বাচন কমিশনে (ইসি) চিঠি পাঠান জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের ও একই দলের সংসদ নেতা রওশন এরশাদ।