৩৭ বছরেই অভিনয় থেকে অবসর ঘোষণা ‘টুয়েলভথ ফেল’ অভিনেতার

বিনোদন ডেস্ক : ‘টুয়েলভথ ফেল’ দিয়ে বক্স অফিসে তোলপাড়, একের পর এক দুর্দান্ত হিট ছবি। তারই মাঝে হঠাৎ অভিনয় থেকে অবসরের ঘোষণা দিলেন অভিনেতা বিক্রান্ত ম্যাসি।

টেলিপর্দা থেকে অভিনয় সফর শুরু করা সেই ছেলেটি বড় পর্দাতেও অভিনেতা হিসেবে নিজের জাত চিনিয়েছেন। যার হাতে ধরা দিয়েছে জাতীয় পুরস্কারও। সদ্য ‘ফিল্মি দুনিয়ার সেরা ব্যক্তিত্বের’ খেতাব পেয়েছেন ভারতীয় আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালে।

দেড় দশকের তিল তিল করে গড়ে তোলা ক্যারিয়ারে যখন সাফল্য ধরা দিতে শুরু করেছে তখনই অভিনয় থেকে অবসরের ঘোষণা করলেন বিক্রান্ত মাসে।

বিক্রান্তের হাতে বর্তমানে একের পর এক ছবি। রবিশংকরের বায়োপিকেও কাজ করছেন। যা কিনা আন্তর্জাতিক ময়দানে রিলিজ করার কথা। সম্প্রতি ধর্মগুরুর সঙ্গে দেখাও করে এসেছেন।

‘দ্য সবরমতী রিপোর্ট’-এ এক সাংবাদিকের চরিত্রে তুখোড় অভিনয়ের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি থেকে অমিত শাহ পর্যন্ত তার পিঠ চাপড়ে দিয়েছেন।

এহেন অভিনেতা যখন রোববার ভোররাতে আচমকাই সিনে দুনিয়াকে বিদায় জানানোর ঘোষণা করলেন, তখন আসমুদ্র হিমাচলের ভক্তদের মন খারাপ। কারণ বয়সও তো যে বেশি নয়। মাত্র ৩৭ বছর চলছে।

সকলের প্রশ্ন, এটা কি সাময়িক বিরতি না বরাবরের জন্য ফিল্মি দুনিয়া থেকে অবসর নিলেন বিক্রান্ত মাসে? তার ইনস্টাগ্রাম পোস্টে অবশ্য সেই প্রশ্নের উত্তর ধোঁয়াশা রেখেছেন অভিনেতা।

এদিন বিক্রান্ত অভিনয় থেকে অবসরের ঘোষণা দিয়ে লেখেন, ‘গত কয়েক বছরের এই সফর সত্যিই অসাধারণ। এভাবে পাশে থাকার জন্য আপনাদের প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি। তবে যত অগ্রসর হচ্ছি, বুঝতে পারছি যে, এবার ঘরে ফেরার সময় হয়েছে।

নিজেকে নতুন করে গড়ে তোলার সময় হয়েছে। একজন স্বামী কিংবা বাবা হিসেবে বা একজন অভিনেতা হিসেবেও। তাই ২০২৫ সালে আমরা শেষবারের জন্য একবার দেখা করব। যতক্ষণ না সঠিক সময় আসবে।’

সেই পোস্টেই অভিনেতার সংযোজন, ‘শেষ দুইটা সিনেমা এবং আরও কত স্মৃতি। সকলকে অসংখ্য ধন্যবাদ সবকিছুর জন্য। চিরকাল ঋণী থাকব আপনাদের প্রতি।’

বিক্রান্ত মাসের এই পোস্ট ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে। এরপর থেকেই মন খারাপ ভক্তদের। কিছুতেই অভিনেতার অভিনয় থেকে অবসরে যাওয়ার বিষয়টি মেনে নিতে পারছেন না তারা।