খরুচে সাকিব, হারল তার দল

টুইট ডেস্ক: জয় দিয়ে গ্লোবাল সুপার লিগ শুরু করেছিল গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স। তবে দ্বিতীয় ম্যাচেই ধাক্কা খেয়েছে তারা। লম্বা সময় ধরে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের কাছে রেখেও শেষ পর্যন্ত হাসি নিয়ে মাঠ ছাড়তে পারেননি তানজিম হাসান সাকিবরা। ভিক্টোরিয়া হকসের বিপক্ষে তারা ৪ উইকেটের ব্যবধানে হেরেছে।

গায়ানায় টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৬২ রান সংগ্রহ করে গায়ানা। জবাবে খেলতে নেমে ৬ উইকেট হারিয়ে ১৯ ওভার ২ বলেই জয়ের বন্দরে পৌঁছে যায় ভিক্টোরিয়া।

আগের ম্যাচে ২ উইকেট নিয়ে জয়ে বড় অবদান রেখেছিলেন তানজিম হাসান সাকিব। তবে এই ম্যাচে বেশ খরুচে বোলিং করেছেন তিনি। ৪ ওভারে ৩৪ রান দিয়ে একটি উইকেট নিয়েছেন তিনি। শেষ দুই ওভারে ১৯ রান প্রয়োজন ছিল ভিক্টোরিয়ার।

নিজের শেষ ওভার করতে এসে ১৯তম ওভারে তানজিম খরচ করেন ১৩ রান। আর তাতেই হার প্রায় নিশ্চিত হয়ে গিয়েছিল গায়ানার। শেষ ওভারে ডোয়াইন প্রিটোরিয়াসের করা ২ বলেই দুই চার ও এক ওয়াইডে ৯ রান তুলে নিয়ে জয় নিশ্চিত করে ভিক্টোরিয়া।

এর আগে ব্যাট করতে নেমে দলীয় ১৭ রানেই রস্টন চেজের উইকেট হারায় গায়ানা। এরপর মঈন আলী ও শাই হোপ মিলে ৭৪ রানের জুটি গড়ে গায়ানাকে বড় সংগ্রহের স্বপ্ন দেখিয়েছিলেন।

তৃতীয় উইকেটে হোপ ও শিমরন হেটমায়ার যোগ করেন আরও ২৪ রান। হোপ ৪০ ও হেটমায়ার ১৮ রানে আউট হলে ব্যাটিং বিপর্যয়ে পড়ে গায়ানা। যদিও শেষদিকে রোমারিও শেফার্ড ও হাসান খান মিলে ৩৬ রানের জুটি গড়ে গায়ানার সংগ্রহ দেড়শ পাড় করেন।