সাকিবকে বড় ক্রিকেটার হিসেবে মূল্যায়ন করেন কার্তিক

টুইট ডেস্ক: কোনো তর্ক ছাড়াই বলা যায়, বাংলাদেশের ক্রিকেটের ইতিহাসের সর্বকালের সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। শুধু বাংলাদেশেরই নয় বিশ্ব ক্রিকেটেও সর্বকালের সেরাদের একজনও কিনা সেটা নিয়েও আলোচনা আছে। ইতিহাসের একমাত্র ক্রিকেটার হিসেবে আইসিসির তিন সংস্করণের অলরাউন্ডারদের র‌্যাঙ্কিংয়ে শীর্ষে উঠেছিলেন তিনি।

ক্যারিয়ারের সায়াহ্নে দাঁড়িয়ে থাকা সাকিবকে বড় ক্রিকেটার হিসেবে মূল্যায়ন করেন দীনেশ কার্তিকও। আবু ধাবি টি-টেন লিগে বাংলা টাইগার্সে অধিনায়ক হিসেবে খেলছেন সাকিব। ফ্র্যাঞ্চাইজির ফেসবুক পেজে প্রকাশিত এক ভিডিওতে সাকিবের প্রশংসা করেছেন কার্তিক।

সাকিবকে নিয়ে ভারতের সাবেক এই ক্রিকেটার বলেন, ‘বাংলাদেশের ক্রিকেটের ইতিহাসে সাকিব আল হাসান অন্যতম সেরা অলরাউন্ডার। তিন সংস্করণের জন্য সে দারুণ একজন ক্রিকেটার। আমরা সবাই জানি, সাকিব কীভাবে বাংলাদেশকে বিশ্ব ক্রিকেটে তুলে ধরেছে।’

‘তরুণ বয়স থেকেই সে বাংলাদেশকে নেতৃত্ব দিচ্ছে এবং চাপের মুহূর্তগুলোতে দলের হাল ধরছে। সাকিবকে সবসময় আমি অনেক বড় ক্রিকেটার হিসেবে মূল্যায়ন করি। অধিনায়ক হিসেবে সে খুবই কৌশলী। এবার তার সঙ্গে খেলব, ভালো লাগছে।’-যোগ করেন তিনি।

কার্তিক আরো বলেন, ‘আমি সেখানে ঘরোয়া ক্রিকেটেও খেলেছি, আবাহনীর হয়ে। আমি জানি সেখানে কিভাবে ক্রিকেট হয়, সে কত প্রতিভা আছে। সেখানে সাকিব আল হাসানের মতো বন্ধুও আছে। তাকে আমি অনেকদিন ধরেই চিনি। আমি যখন আবাহনীর হয়ে খেলতে গিয়েছিলাম তখন লিটন দাস তরুণ একজন, নাজমুল হোসেন শান্ত, মোসাদ্দেক হোসেন সৈকতও খেলেছিল। বাংলাদেশের অনেক মানুষকেই আমি চিনি।