চলতি সপ্তাহে ৪৭তম বিসিএসের নিয়োগ বিজ্ঞপ্তি

টুইট ডেস্ক: ৪৭তম বিসিএস নিয়োগের জন্য বিজ্ঞপ্তি এ সপ্তাহেই প্রকাশ করার সর্বোচ্চ প্রস্তুতি নিচ্ছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। যেকোনো দিনই এই বিজ্ঞপ্তি প্রকাশিত হতে পারে। এই বিসিএসের মাধ্যমে বিভিন্ন ক্যাডারে ৩ হাজার ৪৮৭ জনকে নিয়োগ দেওয়া হবে।

পিএসসি ক্যাডার শাখার এক কর্মকর্তা বলেন, জনপ্রশাসন চায় শিগগিরই ৪৭তম বিসিএসের বিজ্ঞাপন জারি করা হোক। এই নিয়োগ বিজ্ঞপ্তি জারি করার জন্য মন্ত্রণালয় থেকে সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সংশ্লিষ্ট শাখায় তথ্য পাঠানো হয়েছে। এই সপ্তাহে বিজ্ঞপ্তি প্রকাশের সম্ভাবনা রয়েছে।

গত রোববার দুপুরে সচিবালয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সভাকক্ষে এক সংবাদে জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মো. মোখলেস উর রহমান বলেন, ৪৭তম বিসিএস একেবারে নতুন। এটি দেওয়ার জন্য তারা প্রস্তুত। এটি এখন বিজ্ঞপ্তি জারির পর্যায়ে আছে। পুনর্গঠিত পিএসসি প্রথম বিজ্ঞপ্তি দিলে এটি দেবে। ক্যাডার পদ ছাড়া এই বিসিএসের মাধ্যমে নন-ক্যাডারে ৩২৫ জনকে নিয়োগ দেওয়া হবে।

৪৪তম, ৪৫তম ও ৪৬তম বিসিএস নিয়ে ইতোমধ্যে যে সিদ্ধান্ত নেওয়া, তার তথ্যও তুলে ধরেন সচিব। এর মধ্যে ৪৪তম বিসিএসের মৌখিক পরীক্ষা চলমান ছিল। এই বিসিএসে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন ১১ হাজার ৭৩২ প্রার্থী। এর মধ্যে ৩ হাজার ৯৩০ জনের মৌখিক পরীক্ষা নেওয়া হয়েছিল।

গত ৫ থেকে ২৫ আগস্ট পর্যন্ত মৌখিক পরীক্ষা স্থগিত করা হয়েছিল। এখন নতুন কমিশন গঠনের পর আগে নেওয়া ৩ হাজার ৯৩০ জনের মৌখিক পরীক্ষা বাদ দিয়ে তারাসহ লিখিত পরীক্ষায় উত্তীর্ণ সব প্রার্থী, অর্থাৎ ১১ হাজার ৭৩২ জনের মৌখিক পরীক্ষা নতুন করে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। এই বিসিএসে ক্যাডার পদ ১ হাজার ৭১০টি। এ ছাড়া ১ হাজার ৭৯১টি নন-ক্যাডার পদে নিয়োগ দেওয়া হবে।