গোপন আস্তানায় বন্দুকযুদ্ধে কেএনএ’র ৩ সদস্য নিহত

টুইট ডেস্ক: বান্দরবান জেলার রুমা উপজেলার গহীন জঙ্গলে কেএনএ’র গোপন আস্তানার সন্ধান পায় সেনাবাহিনী। সেখানে অভিযান চালাতে গেলে সেনাবাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে চিন ন্যাশনাল আর্মি (কেএনএ)র ৩ সন্ত্রাসী নিহত হয়েছেন।

রোববার (২৪ নভেম্বর) দুপুরে আইএসপিআর’র সহকারী পরিচালক রাশেদুল আলম খান বিষয়টি নিশ্চিত করেছেন।

আইএসপিআর জানায়, বান্দরবান জেলার রুমা উপজেলার গহীন জঙ্গলে কেএনএ’র গোপন আস্তানা রয়েছে এমন খবর পেয়ে অভিযানে নামে সেনাবাহিনী। সেখানে অভিযানের খবর পেয়ে আস্তানা থেকে গুলি ছুড়লে সেনাবাহিনীও আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায়। এসময় আস্তানায় থাকা ৩ জন কেএন ‘র সদস্য নিহত হয়।

পরে আস্তানায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অস্ত্র ও সরঞ্জামাদি উদ্ধার করে সেনাবাহিনী।