টাঙ্গাইলে বাস-পিকআপ সংঘর্ষে ঝরলো ৪ প্রাণ
টুইট ডেস্ক : টাঙ্গাইলের মধুপুরে বাস ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। মঙ্গলবার (১৯ নভেম্বর) ভোরে মধুপুর পৌর শহরের মালাউড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- জামালপুর ইসলামপুর উপজেলরা মোহাম্মদপুর গ্রামের আক্তার আলীর ছেলে রবিউল ইসলাম (২৮), ইসলামপুর উপজেলার মোহাম্মদপুর গ্রামের আব্দুল শেখের ছেলে শাহজাহান (৪২), মহনগীরি গ্রামের হেকমত আলীর ছেলে সুজন (২৫) ও ইসলামপুর উপজেলার মহলগিরি গ্রামের কাশেম আলীর ছেলে আমজাদ (২৮)।
মধুপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এমরানুল কবীর জানান, আজ ভোরের দিকে একটি পিকআপ ঢাকার দিক থেকে মধুপুরের দিকে আসছিলো, এমন সময় ধনবাড়ী থেকে ছেড়ে আসা বিনিময় পরিবহনের একটি যাত্রীবাহী বাস ঢাকার দিকে যাচ্ছিলো। মালাউড়ি প্রাইমিক বিদ্যালয়ের সামনে পৌঁছলে দুই গাড়ীর মুখোমখি সংর্ঘষ হয়।
এতে ঘটনাস্থলেই পিকআপভ্যানে থাকা চারজনের মধ্যে দুইজন মারা যান। হাসপাতালে মারা যান আরও দুইজন।
খবর পেয়ে মধুপুর থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের উদ্ধার কর্মীরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
নিহতরা সকলেই জামালপুরের ইসলামপুর উপজেলার বাসিন্ধা গ্রামের বাসিন্দা। বিনিময় বাসটি আটক করা হয়েছে। দুর্ঘটনার পর সড়কটি দিয়ে কিছু সময়ের জন্য যান চলাচলে বিঘ্ন ঘটে। পরে পুলিশ পরিস্থিতি স্বাভাবিক করে বলে জানান ওসি।