পর্তুগালের গোল বন্যার দিনে রোনালদোর ‘বাইসাইকেল কিক’
টুইট ডেস্ক: বয়স ৪০ ছুঁই ছুঁই। কিন্তু ক্রিশ্চিয়ানো রোনালদো যেন থামার নামই নিচ্ছেন না। এই বয়সেও গোলের মালা সাজিয়ে যাচ্ছেন, প্রতিনিয়ত টেক্কা দিচ্ছেন তরুণ ফুটবলারদের। ‘বুড়ো’ রোনালদো শুক্রবার উয়েফা নেশন্স লিগে পোল্যান্ডের বিপক্ষে দুর্দান্ত পারফরম্যান্সে করলেন জোড়া গোল। প্রথমটি এসেছে স্পটকিক থেকে, দ্বিতীয়টি অনেকদিন মনে রাখার মত এক বাইসাইকেল কিকে।
দলের সবচেয়ে বড় তারকার এমন রঙিন অভিজ্ঞতার দিনে গোল উৎসবে মেতেছে পর্তুগাল। পোর্তোয় শুক্রবার রাতে গ্রুপ পর্বের ম্যাচটি ৫-১ গোলে জিতেছে রবের্তো মার্টিনেজের দল। তাদের অন্য তিন গোলদাতা রাফায়েল লেয়াও, ব্রুনো ফার্নান্দেস ও পেদ্রো নেতো। এই জয়ে উয়েফা নেশন্স লিগের কোয়ার্টার-ফাইনালের টিকেট নিশ্চিত করল পর্তুগাল। পাঁচ ম্যাচে চার জয় ও এক ড্রয়ে তাদের পয়েন্ট ১৩।
প্রথমার্ধে আক্রমণে তেমন সুবিধা করতে পারেনি পর্তুগিজরা। দলটির পাঁচ গোলের সব কটিই এসেছে দ্বিতীয়ার্ধে। ৫৯ মিনিটে পর্তুগালের প্রথম গোলটি করেন রাফায়েল লেয়াও। ৭০ মিনিটে পোলিশদের বক্সে তাদের ডিফেন্ডার ইয়াকুব কিভিওরের হাতে বল লাগলে পেনাল্টি পায় পর্তুগাল। সফল স্পট কিকে দলকে জয়ের পথে এগিয়ে নেন রোনালদো। ৮০ মিনিটে দলের হয়ে তৃতীয় গোল করেন ফার্নান্দেস। দূর থেকে বুলেট গতির শটে স্কোরলাইনে নাম লেখান তিনি। তিন মিনিট পর রোনালদোর পাস থেকে ডান পায়ের শটে স্কোরলাইন ৪-০ করেন নেতো।
তবে ম্যাচের স্মরণীয় মুহূর্তটি এসেছে এর পরে। ভিতিনিয়ার ক্রস দূরের পোস্টে পেয়ে শরীরকে হাওয়ায় ভাসিয়ে মাথার উপর থেকে নেওয়া বাইসাইকেল কিক নেন সিআর সেভেন। পোলিশ গোলরক্ষকের কাছে সেই শট ঠেকানোর কোন সুযোগই ছিলনা। তবে শেষদিকে স্বান্তনার একটি গোল পায় পোলিশরা। শেষ রাউন্ডে আগামী সোমবার ক্রোয়েশিয়ার মাঠে খেলবে পর্তুগাল।