শাশুড়িকে হত্যার অভিযোগ জামাইয়ের বিরুদ্ধে

টুইট ডেস্ক : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে মানসিক ভারসাম্যহীন জামাই টুটুল ইসলামের হামলায় শাশুড়ি নিহত হয়েছেন। বুধবার দিবাগত রাত ১০টার দিকে উপজেলার নয়ালাভাঙ্গা ইউনিয়নের মিরাটুলি বাবুপুর এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, মানসিক রোগী জামাইয়ের বাড়িতে বেড়াতে গিয়ে দেশীয় অস্ত্রের (শাবল) আঘাতে ঘটনাস্থলেই শাশুড়ির মৃত্যু হয়। অভিযুক্ত ব্যক্তি একই এলাকার সাদিকুল ইসলামের ছেলে টুটুল ইসলাম।

স্থানীয় বাসিন্দা শওকত আলী জানান, টুটুল দীর্ঘদিন যাবত পাবনা মানসিক হাসপাতালে চিকিৎসা গ্রহণ শেষে তিন মাস আগে বাড়িতে আসেন এবং এখনও নিয়মিত মানসিক রোগের ঔষধ খান।

শিবগঞ্জ থানার ওসি গোলাম কিবরিয়া জানান, মিরাটুলি বাবুপুর গ্রামের মৃত শফিকুল আলমের স্ত্রী সাকিনা বুধবার রাতে জামাই টুটুলের বাড়িতে বেড়াতে যান। রাতের খাবার খাওয়া শেষে সাকিনা একটি ঘরে ঘুমিয়ে পড়েন।

পাশের রুম থেকে মানসিক ভারসাম্যহীন জামাই টুটুল তার শাশুড়ির ঘরে প্রবেশ করেন এবং তার শাশুড়িকে শাবল দিয়ে আঘাত করে গুরুতর আহত করে পালিয়ে যান। স্বজনদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসার আগেই শাশুড়ি সাকিনা ঘটনাস্থলেই মারা যান।

ওসি আরও জানান, এ ঘটনায় স্বজনদের পক্ষ থেকে মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য প্রেরণ করা হয়েছে।