প্রতিরক্ষামন্ত্রী হিসেবে ফক্স নিউজের হেগসেথকে বেছে নিলেন ট্রাম্প
টুইট ডেস্ক : যুক্তরাষ্ট্রের নতুন প্রতিরক্ষামন্ত্রী হিসেবে পিট হেগসেথকে বেছে নিয়েছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় মঙ্গলবার (১২ নভেম্বর) এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের সদ্য নির্বাচিত এই প্রেসিডেন্ট একথা জানান।
পিট হেগসেথ যুক্তরাষ্ট্রের নিউজ চ্যানেল ফক্স নিউজের একজন হোস্ট বা সঞ্চালক এবং তিনি দীর্ঘদিন সেনাবাহিনীতে কাজ করেছেন। বুধবার (১৩ নভেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন।
প্রতিবেদনে বলা হয়েছে, নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার প্রতিরক্ষামন্ত্রী হিসাবে কাজ করার জন্য ফক্স নিউজের হোস্ট এবং সেনাবাহিনীর অভিজ্ঞ ব্যক্তি পিট হেগসেথকে বেছে নিয়েছেন।
প্রতিরক্ষামন্ত্রী হিসেবে তাকে বেছে নেওয়ার ঘোষণা দিয়ে মঙ্গলবার দেওয়া এক বিবৃতিতে ট্রাম্প বলেন, “পিট তার পুরো জীবন সৈন্যদের জন্য এবং দেশের জন্য একজন যোদ্ধা হিসাবে কাটিয়েছেন। পিট শক্ত-সামর্থ্য, স্মার্ট এবং আমেরিকা প্রথম নীতিতে একজন সত্যিকারের বিশ্বাসী। পিটের নেতৃত্বে আমাদের সামরিক বাহিনী আবার দুর্দান্ত হবে এবং আমেরিকা কখনোই পিছিয়ে পড়বে না।”
সিএনএন বলছে, আফগানিস্তান ও ইরাকে দায়িত্ব পালন করার পাশাপাশি মার্কিন সেনাবাহিনীতে কাজ করার দীর্ঘ রেকর্ড রয়েছে হেগসেথের।
এর আগে গত সপ্তাহে হোয়াইট হাউসের চিফ অব স্টাফ হিসেবে সুসি উইলসের নাম ঘোষণা করেন ট্রাম্প। ৬৭ বছর বয়সী সুসি হবেন হোয়াইট হাউসের প্রথম নারী চিফ অব স্টাফ। তিনি ছিলেন ট্রাম্পের নির্বাচনী প্রচার শিবিরের দুই ম্যানেজারের একজন।
গত ৫ নভেম্বর অনুষ্ঠিত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে আবারও বিজয়ী হন ডোনাল্ড ট্রাম্প। আর এর মাধ্যমে দেশটির প্রায় আড়াইশো বছরের ইতিহাসে দ্বিতীয় ব্যক্তি হিসেবে এক মেয়াদের বিরতিতে দ্বিতীয়বারের মতো হোয়াইট হাউসে ফিরতে চলেছেন সাবেক এই রিপাবলিকান প্রেসিডেন্ট।
অবশ্য নভেম্বরে অনুষ্ঠিত নির্বাচনে জিতলেও ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন আগামী বছরের ২০ জানুয়ারি। তবে এর আগেই নিজের প্রশাসন সাজাবেন তিনি।
আর এরই অংশ হিসেবে গত বৃহস্পতিবার হোয়াইট হাউসের চিফ অব স্টাফ হিসেবে সুসি উইলসের নাম ঘোষণার পর এবার যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রতিরক্ষামন্ত্রী হিসেবে ফক্স নিউজের হোস্ট পিট হেগসেথের নাম ঘোষণা করলেন ট্রাম্প।
এছাড়া চীনের প্রতি কঠোর অবস্থানের কারণে পরিচিত যুক্তরাষ্ট্রের রিপাবলিকান দলীয় দুই আইনপ্রণেতা মার্কো রুবিও এবং ক্রিস্টি নোয়েম নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নেতৃত্বাধীন প্রশাসনের শীর্ষ দুই পদের দৌড়ে রয়েছেন। ফ্লোরিডার সিনেটর মার্কো রুবিও ট্রাম্প প্রশাসনের সম্ভাব্য পররাষ্ট্রমন্ত্রী হতে যাচ্ছেন বলে প্রত্যাশা করা হচ্ছে।
এছাড়া অভিজ্ঞ সামরিক কর্মকর্তা মাইকেল ওয়াল্টজ ট্রাম্পের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার পছন্দের তালিকায় রয়েছেন।