মহাকাশ থেকে দৃশ্যমান লাহোরের ভয়াবহ দূষণ!

টুইট ডেস্ক: পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের রাজধানী এবং বৃহত্তম শহর লাহোরের বায়ু দূষণ ভয়াবহ রূপ নিয়েছে। দূষণ এতোটাই প্রকট যে মহাকাশ থেকেও দেখা যাচ্ছে লাহোরের বিষাক্ত ধোঁয়া। সোমবার (১১ নভেম্বর) এক প্রতিবেদনে যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম সিএনএন নিউজ এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, সিএনএন জানায়, গত সপ্তাহের শেষে নাসা ওয়ার্ল্ড ভিউয়ের স্যাটেলাইট ইমেজে পাকিস্তানের লাহোর এবং মুলতান শহরের চিত্রতে দেখা যায় যে, ঘন অন্ধকার কুয়াশায় ঢেকে রয়েছে শহরের রাস্তা এবং ভবনগুলো।

দক্ষিণ এশিয়ার এই দেশটির প্রধান শহরগুলো প্রতি বছর বায়ু দূষণে আক্রান্ত হলেও লাহোরের কর্মকর্তারা চলতি বছরের ভয়াবহ এই দূষণকে নজিরবিহীন বলে চিহ্নিত করেছেন।

আইকিউএয়ারের তথ্য অনুযায়ী, গতকাল সোমবার বায়ুর মান সূচকে লাহোরের স্কোর ১২শ’ এর উপড়ে ছিল, যা এযাবৎ পর্যন্ত নজিরবিহীন। আজ মঙ্গলবার শহরটির সবশেষ স্কোর ছিল ৭শ’ ১০।

বায়ুদূষণের পরিস্থিতি নিয়মিত তুলে ধরে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। বাতাসের মান নিয়ে তৈরি করা সূচক একটি নির্দিষ্ট শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, সে সম্পর্কে মানুষকে তথ্য দেয়।

লাহোরের বায়ুদূষণ পরিস্থিতি এতটাই চরম হয়েছে যে, রাস্তায় বের হলে চোখে জ্বালাপোড়া ও গলা জ্বলছে। দরজা–জানালা দিয়ে প্রবেশ করা বিষাক্ত কণার ক্ষতির পরিমাণ কমাতে বাড়িতে খুব কম লোকই এয়ার পিউরিফায়ার ব্যবহার করতে সক্ষম হচ্ছেন।