জিরো পয়েন্ট ছাত্র-জনতা, বঙ্গবন্ধুতে বিএনপির অবস্থান

টুইট ডেস্ক: আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল প্রতিহত করতে রাজধানীর গুলিস্তান জিরো পয়েন্ট মোড়ে অবস্থান নিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র-জনতা। আর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগ কার্যালয়ের সামনে অবস্থান নিয়েছেন বিএনপি-যুবদল-মহিলা দলসহ দলটির নেতা-কর্মীরা। তবে দেখা যায়নি আওয়ামী লীগের কোনো নেতাকর্মীদের।

রোববার (১০ নভেম্বর) সকাল থেকে গুলিস্তানের বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দলে দলে জড়ো হতে থাকেন বিএনপির নেতাকর্মীরা।

শহীদ নূর হোসেনকে স্মরণ ও ‘অগণতান্ত্রিক শক্তির অপসারণ এবং গণতান্ত্রিক ব্যবস্থা পুনপ্রতিষ্ঠা’র দাবিতে বিকালে জিরো পয়েন্টে বিক্ষোভ মিছিলের ঘোষণা দেয় আওয়ামী লীগ।

অপরদিকে আওয়ামী লীগের কর্মসূচি প্রতিহত ও দলটির বিচারের দাবিতে একইস্থানে দুপুরে গণজমায়েতের ঘোষণা দেয় বৈষম্যবিরোধী ছাত্র জনতা।

সকাল থেকে তাই জিরো পয়েন্টে জড়ো হতে শুরু করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। এসময় তারা আওয়ামী লীগ বিরোধী বিরোধী মিছিল করেন। তাদের ফ্যাসিবাদবিরোধী স্লোগান দিতে দেখা যায়।

বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সকাল ১১টা থেকে জিরো পয়েন্ট মোড়ে অবস্থান নিয়েছেন। এ সময় তারা ‘আমার সোনার বাংলায়, ফ্যাসিবাদের ঠাঁই নাই’; ‘দিয়েছি তো রক্ত, আরও দেব রক্ত’; ‘উই ওয়ান্ট উই ওয়ান্ট, জাস্টিস জাস্টিস’ সহ নানারকম স্লোগান দিতে থাকেন।

অন্যদিকে বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিএনপি ও তাদের অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের অবস্থান দেখা গেছে।

তবে এখন পর্যন্ত আওয়ামী লীগের কোনো নেতা কর্মীকে জিরো পয়েন্টে দেখা যায়নি।

এদিকে সমাবেশ ঘিরে সতর্ক অবস্থানে দেখা গেছে পুলিশকে। সচিবালয় রোডের সামনে উল্লেখযোগ্য পরিমাণে পুলিশ ও গোয়েন্দা সংস্থার লোকজনের উপস্থিতি রয়েছে। এ ছাড়া, পুলিশের একটি সাঁজোয়া যানও রাখা হয়েছে।